২০২৬ বিশ্বকাপ বাছাইয় পর্ব খেলতে মালদ্বীপে বাংলাদেশ দল
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ২২:০৬
২০২৬ বিশ্বকাপ বাছাইয় পর্ব খেলতে মালদ্বীপে বাংলাদেশ দল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

১২ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে অংশ নেবে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিরতি লেগ ঢাকায় অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।


১২ অক্টোবরের অ্যাওয়ে ম্যাচ এবং ১৭ অক্টোবরের হোম ম্যাচ জিততে না পারলে ২০২৬ (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হবে লাল-সবুজ জার্সিধারীদের। তাই এই ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য।


মালদ্বীপে অনুশীলন শেষে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে সহকারী কোচ হাসান আল মামুন বলেন, ‘আজ মূলত রিকভারি নিয়ে কাজ হয়েছে। অনুশীলনে ফান গেম ও রানিং হয়েছে— যা কালকে তাদের উজ্জীবিত করবে।’


দলের সিনিয়র ফুটবলার সোহেল রানাও বিষয়টির সঙ্গে একমত, ‘কাল অনুশীলনের আগে আজকের এই সেশনটা দরকার ছিল।’


সোহেল রানা জয়ের লক্ষ্য নিয়ে-ই মাঠে নামতে চান, ‘আমরা অবশ্যই জেতার জন্য খেলব, যদিও কাজটা কঠিন। তারপরও আমরা লক্ষ্য বাস্তবায়নের শতভাগ চেষ্টা করব।


বাংলাদেশ দল:
মিতুল মার্মা, পাপ্পু হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, বিশ্বনাথ ঘোষ, কাজী তারিক রায়হান, সাদউদ্দিন, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, মুরাদ হাসান, সোহেল রানা, জামাল ভূঁইয়া, সোহেল রানা (জুনিয়র), মোহাম্মদ হৃদয়, রবিউল হাসান, মজিবুর রহমান জনি, জায়েদ আহমেদ, মতিন মিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, সুমন রেজা, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com