শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে ভারত
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৮
শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে ভারত
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।


১২ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেল ৩টায় কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মূল ম্যাচের আগে টসের জন্য মাঠে আসেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা ও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সমীকরণের হিসেবে এই ম্যাচে যে দল জয়ী হবে, তারাই ফাইনালের দৌড়ে এগিয়ে যাবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা।


জমজমাট এবারের এশিয়া কাপের পয়েন্ট টেবিল। নানা নাটকীয়তার পর ফল এসেছে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বৈরথের। এশিয়া কাপের সুপার ফোরে একটি করে ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারত। আর দুই ম্যাচে হেরে কার্যত ছিটকে গেছে বাংলাদেশ।


এই ম্যাচ থেকে জয়ী দল ফাইনাল ম্যাচে ওঠার লড়াইয়ে এগিয়ে যাবে। তবে বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হলে পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার জন্য ফাইনালে ওঠার লড়াই উন্মুক্ত হয়ে যাবে। আবহাওয়ার খবর অনুযায়ী, ম্যাচের সময়ে ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও পরে সেই সম্ভাবনা কমে ৪০ শতাংশ হবে বলে জানা গেছে।


এদিকে এখন পর্যন্ত দুদল মোট ১৬৫টি ম্যাচ খেলেছে। যেখানে ভারতের ৯৬টি জয়ের বিপরীতে শ্রীলঙ্কার জয় ৫৭টি ম্যাচে। এ ছাড়া তাদের ১১টি ম্যাচে আসেনি কোনো ফল আসেনি এবং ১টি ম্যাচ টাই হয়েছে।


তবে ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে অবশ্য এগিয়ে আছে লঙ্কানরাই। ঘরের মাটিতে তারা ভারতকে ২৮ ম্যাচে হারিয়েছে। যেখানে ভারতের জয় ১২টিতে। সর্বশেষ ২০২২ এশিয়া কাপ আসরে সুপার ফোরে ভারতকে হারিয়েছিল শ্রীলঙ্কা। এরপর লঙ্কানরা টুর্নামেন্টটির শিরোপাও জিতে নিয়েছিল।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com