বর্ষসেরা খেলোয়াড় হালান্ড
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১৬:০৫
বর্ষসেরা খেলোয়াড় হালান্ড
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত মৌসুমে সকলের ধরাছোঁয়ার বাইরে ছিলেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড। গত মৌসুমে দলকে ট্রেবল জেতাতে যে পারফর্মেন্স করেছেন, তাতে প্রাপ্তি অবধারিত ছিল। সেটাও হয়ে গেলো। প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের খেতাব অনুমিতভাবেই পেলেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।


সতীর্থ খেলোয়াড়দের ভোটে নারী বিভাগে সেরার পুরস্কার পেয়েছেন ইংল্যান্ড ও এ্যাস্টন ভিলার তারকা রাচেল ডালি।


সিটির হয়ে অভিষেক মৌসুমের সময়টা দারুন উপভোগ করেছেন হালান্ড। সব ধরনের প্রতিযোগিতায় পেপ গার্দিওলার দলের হয়ে করেছেন ৫২ গোল। জয় করেছেন প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার বর্ষসেরার দৌঁড়ে পিছনে ফেলেছেন সতীর্থ জন স্টোনস, কেভিন ডি ব্রুইনা, আর্সেনালের দুই খেলোয়াড় বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড ও টটেনহ্যামের সাবেক স্ট্রাইকার হ্যারি কেনকে।


উচ্ছসিত হালান্ড এ সম্পর্কে বলেছেন, ‘মর্যাদাপূর্ণ এই পুরস্কার জয় করাটা সত্যিই সম্মানের। সতীর্থদের দ্বারা প্রশংসিত হবার অনুভূতিই ভিন্ন। যারা আমাকে ভোট দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। পুরো দলের জন্য এটি একটি স্মরণীয় মৌসুম ছিল। ব্যক্তিগত ভাবে আমার কাছেও তাই। ট্রেবল জয়ের বিষয়টি আমি কখনো চিন্তাই করতে পারিনি। সে কারনে বিশেষ কিছু খেলোয়াড়ের সাথে শিরোপাগুলো জয়ের অনুভূতি ছিল অসাধারন। গত মৌসুমে আমরা সবাই মিলে বেশ কিছু অবিস্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছি। এবারও সেটা করে দেখানোর দায়িত্ব পড়েছে সকলের কাঁধে। আমরা মৌসুমের শুরুটা ভাল করেছি, এখন সেটা এগিয়ে নিতে হবে।’


ফুটবলারদের ভোটে বর্ষসেরা তরুণ খেলোয়াড় মনোনীত হয়েছে সাকা। নারীদের বিভাগে এই পুরস্কার জয় করেছেন চেলসির লরেন জেমস। ডালি এবং জেমস বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন। যদিও ফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়ে হতাশ হতে হয় ইংল্যান্ডকে।


গত মৌসুমে ভিলার হয়ে ডালি উইমেন্স সুপার কাপে ২২ গোল করেছেন। ২০২২ ইউরো জয়ী ইংল্যান্ড দলটিতে এই লেফট-ব্যাক নিজেকে দারুনভাবে প্রমান করেছিলেন। ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার বর্ষসেরার দৌঁড়ে পিছনে ফেলেছেন স্যাম কার, ফ্রিডা মানুম, গুরো রেইটেন, খাদিজা বানি শ ও ওনা ব্যাটেলকে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com