তামিমকে বিদায়ী সংবর্ধনা জানাল লর্ডস
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০০:৩০
তামিমকে বিদায়ী সংবর্ধনা জানাল লর্ডস
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ওপেনার তামিম ইকবাল। বৃহস্পতিবার আকস্মিকভাবে সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা।


তামিমের বিদায় বেলায় লর্ডস ক্রিকেট গ্রাউন্ড তাকে সংবর্ধনা জানিয়েছে। তামিমকে ট্যাগ করে তারা টুইট করেছে। সেখানে লেখা ছিল, 'বাংলাদেশের হয়ে অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন।'


ক্রিকেটের তীর্থ লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। আন্তর্জাতিক ক্রিকেট খেলা সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে লর্ডসে খেলার। ক্রিকেটের মক্কা খ্যাত এই মাঠে তিনটি ম্যাচ খেলেছেন তামিম। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি- সব সংস্করণেই একটি করে।


২০১০ সালে লর্ডসে খেলা টেস্টটিতে ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় একটি ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। ইংল্যান্ডের বিপক্ষে সেই টেস্টের প্রথম ইনিংসে ৫৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন সেঞ্চুরি। সেই ম্যাচ বাংলাদেশ ৮ উইকেটে হারলেও সেঞ্চুরির সুবাদে অন্য রকম এক আনন্দে ভেসেছিলেন তামিম। সেঞ্চুরির সুবাদে লর্ডসের অনার্স বোর্ডে নাম উঠেছে তার। যেখানে নাম তুলতে পারেননি কিংবদন্তি শচীন টেন্ডুলকারও। সেঞ্চুরি করলে বা বল হাতে ৫ উইকেট পেলেই লর্ডসের অনার্স বোর্ডে নাম ওঠে কারও।


ক্রিকেটের তীর্থভূমিতে বাংলাদেশের ওপেনারের সেই সেঞ্চুরি এখনও চোখে লেগে আছে অনেক ক্রিকেটভক্তের। ইংলিশ তারকা বোলারদের নাস্তানাবুদ করে তরুণ তামিমের সেঞ্চুরি উদযাপনও ছিল বিশেষ। সেই সেঞ্চুরি এবং উদযাপনের ভিডিও দিয়েই তামিমকে বিদায়ী সংবর্ধনা জানালো লর্ডস ক্রিকেট গ্রাউন্ড।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com