পেলের স্বর্ণখচিত সমাধি সবার জন্য উন্মুক্ত
প্রকাশ : ১৮ মে ২০২৩, ২২:৩১
পেলের স্বর্ণখচিত সমাধি সবার জন্য উন্মুক্ত
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত পেলের মৃত্যুর ৬ মাস পর ফুটবল আকারে নির্মিত স্বর্ণখচিত সমাধি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। গত বছরের ২৯ ডিসেম্বর ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন ব্রাজিল কিংবদন্তি। প্রয়াণের পর তাকে ব্রাজিলের সান্তোসে অবস্থিত ইকিউমেনিকাল মেমোরিয়ালে সমাধিস্থ করা হয়।


এর প্রায় পাঁচ মাস পর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে ফুটবলের কালো মানিকের সমাধিস্থল। গত মঙ্গলবার (১৬ মে) পেলের সমাধিস্থল মেমোরিয়াল নেক্রোপাল একুমেনিকায় ভিড় জমান পরিবারের সদস্য থেকে শুরু করে ভক্ত-সমর্থকরা।


সমাধিস্থলে ঢোকার পথে ভক্তদের জন্য ‘ও-রেই’ বা রাজা নামে পরিচিত পেলের দুটি স্বর্ণখচিত ভাস্কর্য স্থাপন করা হয়েছে। পেলের দেহাবশেষ কৃত্রিম ঘাসে আচ্ছাদিত একটি ২০০ বর্গ মিটারের (২ হাজার বর্গফুটের চেয়েও বেশি) বড় কক্ষের মাঝখানে বড় ও স্বর্ণের তৈরি একটি কাঠামোর ভেতর রাখা হয়েছে।


পেলের দেহাবশেষ ধারণকারী সোনালী কাঠামোর ওপর একটি ক্রুশ রাখা হয়েছে। কাঠামোর ওপর কালো রঙে খোদাই করে তার মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে গোল উদযাপন করার দৃশ্যটিকে ফুটিয়ে তোলা হয়েছে। পুরো কক্ষে ফুটবল স্টেডিয়ামে তার ভক্তদের ছবি সম্বলিত ওয়ালপেপার দিয়ে সাজানো হয়েছে।


অবকাশকেন্দ্রের মতো এই সমাধিস্থলে একটি গাড়ির জাদুঘরও আছে। পেলের এক হাজারতম গোলটিকে স্মরণীয় করে রাখার জন্য ১৯৭৪ সালে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ বেনজ তাকে একটি এস-২৮০ গাড়ি উপহার দেয়, যা এই জাদুঘরে সংরক্ষিত আছে।


পৃথিবীর একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ের (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০) কীর্তি রয়েছে পেলের। দুই দশকের বেশি সময় ধরে সান্তোস, নিউইয়র্ক কসমস ও ব্রাজিল জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে ১ হাজার ২৮১টি গোল করে বিশ্বরেকর্ড সৃষ্টি করেন। অবশ্য তার গোল নিয়ে বিতর্কও রয়েছে।


বিবার্তা/লিমন/রোমেল/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com