মোদিকে পাকিস্তানের জন্য ‘ক্ষতিকর’ বললেন শহীদ আফ্রিদি
প্রকাশ : ০৬ মে ২০২৩, ১৭:৩৯
মোদিকে পাকিস্তানের জন্য ‘ক্ষতিকর’ বললেন শহীদ আফ্রিদি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কঠোর মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ে বসার পর থেকে পাকিস্তানের জন্য ইতিবাচক কিছু হয়নি বলে এই সাবেক অলরাউন্ডারের মত। এমনকি ভারতীয় এই সরকারপ্রধানের কাছ থেকে যে কিছু আশা করেন না সেটিও জানিয়েছেন আফ্রিদি।


পাকিস্তানের অন্যতম বৃহত্তম নিউজ চ্যানেল সামা টিভিকে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘মোদি ক্ষমতায় আসার পর থেকে আপনি পাকিস্তানের পক্ষে যায় এমন কিছু তার কাছে আশা করতে পারবেন না। একদম সহজ কথা এটা। ইতিহাসই এই কথা বলবে।’ এছাড়াও, ভারতের পূর্ববর্তী প্রধানমন্ত্রীদের সাথে সম্পর্ক ভালো ছিল বলেও দাবি করেন সাবেক এই ক্রিকেটার।


মোদির কাছ থেকে কোনও প্রত্যাশা নেই আফ্রিদির। ৪৬ বছর বয়সীর মতে, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শুধু পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করেন। তিনি বলেন, ‘আমি শুধু মোদির কথা বলছি। তার কাছ থেকে আমার কোনও প্রত্যাশা নেই। সে কেবল আমাদের ক্ষতি করবে। আমাদের (পাকিস্তান) পক্ষে তাকে কোনও কিছু করতে দেখলাম না।’


বিবার্তা/নিলয়

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com