আইপিএল আম্পায়ারদের এত বেতন!
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ১৬:৪১
আইপিএল আম্পায়ারদের এত বেতন!
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আইপিএল খেলে যে শুধুমাত্র খেলোয়াড়রাই বিপুল অর্থ কামাই করেন তা নয়, আইপিএল এর আম্পায়ারদের বেতনও চোখ কপালে তোলার মতোই।


আইপিএল এ আম্পায়ারদের রয়েছে দুই ভাগ। ভাগ দুটি হলো- এলিট প্যানেল ও ডেভেলপমেন্ট প্যানেল।


এলিট গ্রুপের আম্পায়াররা হলেন সেই আম্পায়ার যারা অভিজ্ঞতায় ঋদ্ধ, অর্থাৎ যাদের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতার ঝুলি বিশাল। অপরদিকে, ডেভেলপমেন্ট প্যানেল গ্রুপে থাকেন সেই আম্পায়াররা, যাদের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা কম কিংবা একেবারেই নেই। আইপিএলের একটা ম্যাচ পরিচালনা করে এলিট গ্রুপে থাকা আম্পায়াররা এবার পাচ্ছেন এক লাখ ৯৮ হাজার রুপি অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ ৫৭ হাজার। শুধু তাই নয়, তারা ১২ হাজার পাঁচশ রুপি করে ডেইলি অ্যালাওয়েন্স পান। এর মধ্যে তাদের যাতায়াত ও থাকার খরচ ধরা আছে। ডেভেলপমেন্ট গ্রুপে থাকা আম্পায়াররা প্রতিটি ম্যাচ খেলিয়ে ৫৯ হাজার রুপি পান (বাংলাদেশী মুদ্রার মানে যা ৭৬ হাজার টাকার বেশি)।


এবারের আইপিএল এ মোট আম্পায়ার থাকছেন ১৫ জন, যাদের মধ্যে ১২ জন ভারতীয় ও ৩ জন বিদেশী আম্পায়ার। আম্পায়াররা শুধু যে ম্যাচ ফি পান তাই নয়, তারা স্পনসরদের কাছ থেকে বোনাসও পান। গতবার প্রত্যেক আম্পায়ার সাত লাখ ৩৩ হাজার রুপি বোনাসও পেয়েছিলেন। গতবারের মত এবারও 'ভিভো' আইপিএল এর মূল স্পন্সর হিসেবে থাকায় আম্পায়াররা এবারও অন্তত একই পরিমাণ অর্থ বোনাস হিসেবে পাবেন বলেই ধারণা করা হচ্ছে।


বিবার্তা/নিলয় /জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com