মিরাজের ঘূর্ণিতে কুপোকাত ইংল্যান্ড
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ১৬:৪৫
মিরাজের ঘূর্ণিতে কুপোকাত ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে বল হাতে দারুণ শুরু বাংলাদেশের। ইংলিশদের প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়ে বড় সংগ্রহ করতে দেয়নি টাইগার বোলাররা। মূলত মেহেদী মিরাজের ঘূর্ণিতে কুপোকাত ইংল্যান্ড। ১২ রান দিয়ে এই বোলার শিকার করেন ৪ উইকেট। তবে শেষ দিকে বেন ডাকেটের ব্যাটে চড়ে একশ রান পার করে ইংল্যান্ড দল।


মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে রবিবার টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন সাকিব। অবশ্য তার সিদ্ধান্তের প্রমাণ দিয়েছেন দলের বোলররা। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নির্ধারিত ওভার শেষে ইংল্যান্ড সংগ্রহ করে ১০ উইকেট হারিয়ে ১১৭ রান।


দলীয় ৫০ রান হতেই আরেক ওপেনার ফিল সল্টকে ফেরান সাকিব। স্কোর বোর্ডে ৫ রান যোগ হতেই ইংলিশ অধিনায়ক বাটলারকে আউট করেন হাসান মাহমুদ। অন্যদিকে নবম ওভারে বল করতে এসে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে মাত্র ১৫ রানে ফেরান মেহেদী হাসান মিরাজ।


১৫তম ওভারে আবারও জোড়া আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। ওভারের দ্বিতীয় স্যাম ক্যারান ও চতুর্থ বলে ক্রিস ওকসকে স্টাম্পিংয়ে শিকার বানান মিরাজ। এরপর ১৭ তম ওভারে ক্রিস জর্ডানকে সাজঘরে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন মিরাজ।


বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি রয়েছে। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে যে কোনো ফরম্যাটে সিরিজ জিততে পারবে দলটি। এর আগে চট্টগ্রামে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।


বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।


ইংল্যান্ড স্কোয়াড: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ, জোফরা আর্চার।


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com