খালি হাতে দেশে ফিরতে হচ্ছে জাহানাদের
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৩
খালি হাতে দেশে ফিরতে হচ্ছে জাহানাদের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের যাত্রা থমকে গেছে। টানা চার ম্যাচে হারের পর খালি হাতে ফিরতে হচ্ছে নিগার সুলতানা জ্যোতিদের। বুকভরা স্বপ্ন নিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু করা বিশ্বকাপ মিশন টাইগ্রেসদের হতাশাই উপহার দিয়েছে। এমন হারের পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন পেসার জাহানারা আলম। সেই সাথে সুযোগ মিস করার আক্ষেপ তো রয়েছেই।


গতকাল আফ্রিকানদের বিপক্ষে ১০ উইকেটের বড় হারের পর সংবাদ সম্মেলনে আসেন জাহানারা। তিনি বলছেন, ‘এটা খুব কষ্টের অনুভূতি। শুধু আমি না সবার জন্যই আসলে। বিশেষ করে যে ক্যাচ ছাড়ে বা যে স্টাম্পিং মিস করেছে; সে আরও বেশি কষ্ট পাওয়ার কথা। সবাই আপসেট। এই জায়গা থেকে ইতিবাচক কিছু নিয়ে সামনে এগুতে হবে।’


নিজেদের ব্যাটিং ব্যর্থতা প্রসঙ্গে জাহানারা বলেন, ‘হ্যাঁ অবশ্যই (রান কম হয়েছে)। তবে আমার মনে হয় ২০-২৫ রান কম করেছি আমরা। সেটা হলে হয়তো ওদের চাপে ফেলা যেত। তারপরও আমরা ভালো আক্রমণ করেছিলাম, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। ক্রিকেটে এরকমই হয়।’


সবমিলিয়ে পুরো টুর্নামেন্টের ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী আসরে ভালো করার প্রত্যাশার কথাও জানান তিনি। জাহানারা বলেন, ‘আমরা তিনটা ম্যাচেই কাছাকাছি গিয়েছিলাম। নিউজিল্যান্ড ম্যাচ বাদ দিলে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। হয়তো ভাগ্য আমাদের সহায় ছিল না। পরের বিশ্বকাপে হয়তো ভাগ্য পক্ষে আসবে। আমাদের পরিকল্পনা কাজে লাগবে।’


২০২৪ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ বাংলাদেশ। সেখানে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জাহানারার, ‘পরের বিশ্বকাপ আমাদের দেশে হবে। আশা করছি কন্ডিশন কাজে লাগিয়ে ভালো কিছু করব।’


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com