মিরপুরের মাঠে বাংলাদেশের নতুন কোচ হাথুরুসিংহে
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৩
মিরপুরের মাঠে বাংলাদেশের নতুন কোচ হাথুরুসিংহে
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাকিব-তামিমদের সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সাবেক লঙ্কান ক্রিকেটার চন্ডিকা হাথুরুসিংহে। গতকাল রাতে ঢাকায় পা রাখার পরদিনই তিনি মিরপুর শেরে-ই বাংলা মাঠে হাজির হয়েছেন। সকাল ১১টায় মাঠে এসে প্রথমেই টাইগার অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে কুশল বিনিময় করেন হাথুরু।


তবে এর আগেই মিরপুরে অনুশীলনে যোগ দেন ইয়াসির রাব্বি, রেজাউর রহমান রাজা, নাজমুল হোসেন শান্ত ও এবাদত হোসেনরা। দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে এরপর ক্রমান্বয়ে জাতীয় দলের অন্য সদস্যরাও অনুশীলনে আসতে থাকেন।


দ্বিতীয়বারের মতো সাকিব-তামিমদের কোচিং করাতে গতকাল রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন হাথুরুসিংহে। নতুন করে হাথুরুর ফেরা উপলক্ষে বিমানবন্দরে সংবাদকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সে সময় তাৎক্ষণিক মন্তব্যও জানান তিনি, ‘ফিরে আসতে পেরে আমি খুবই খুশি। আমি সবসময়ই বাংলাদেশের মানুষদের পছন্দ করি। এজন্যই এখানে আবার ফিরে এসেছি।’


ইংল্যান্ডের বিপক্ষে ১৪ সদস্যের স্কোয়াড : তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com