প্রতিবাদ করে শাস্তি পেলেন শান্ত
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৭
প্রতিবাদ করে শাস্তি পেলেন শান্ত
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির কবলে পড়েছেন নাজমুল হোসেন শান্ত। সিলেট স্ট্রাইকার্সের এই ব্যাটারকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।




মঙ্গলবার মিরপুরে বিপিএলের কোয়ালিফায়ার-টু ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন শান্ত। যা কিনা বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান ভঙ্গের শামিল।




লেভেল ওয়ান ভঙ্গের ন্যুনতম শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ ভাগ পর্যন্ত জরিমানা, সঙ্গে একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট।




শান্তকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। চলতি বিপিএলে দ্বিতীয়বারের মতো আচরণবিধি ভঙ্গ করায় মোট তিনটি ডিমেরিট পয়েন্ট হয়েছে তার।




তবে শান্ত তার অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি রকিবুল হাসানের আরোপ করা শাস্তি মেনে নিয়েছেন। তাই নতুন করে শুনানির প্রয়োজন পড়েনি।


বিবার্তা/এমএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com