বিপিএল নিয়ে রোমাঞ্চিত চামিন্দা ভাস
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ১৯:৪৪
বিপিএল নিয়ে রোমাঞ্চিত চামিন্দা ভাস
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বংলাদেশ প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরকে সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলন করেছে ঢাকা ডমিনেটরস। আর দলটির প্রধান কোচ লঙ্কান কিংবদন্তি চামিন্দা ভাস ছিলেন প্রথমদিনেই। মঙ্গলবার (৩ জানুয়ারি) মিরপুর শেরে-ই বাংলার একাডেমি মাঠে দলীয় অনুশীলন করে ঢাকা দলটি। যদিও ছিলেন না তারকা পেসার তাসকিন আহমেদ।


প্রথম দিনের দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমে কথা বলেছেন দলটির প্রধান কোচ চামিন্দা ভাস। জানিয়েছেন বিপিএল নিয়ে রোমাঞ্চিত তিনি।


চামিন্দা বলছিলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। বিশেষ করে বিপিএলের ঐতিহ্যটা জানি, বেশ অনেক বছর ধরেই হচ্ছে। এখানে আমার বিশাল অভিজ্ঞতা কাজে লাগানোর ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। এই জায়গাটায় আমি ভালো ভূমিকা রাখতে পারি।’


বিপিএলে ঢাকা দলের সবচেয়ে বড় তারকা তাসকিন আহমেদকে নিয়ে অবশ্য আশাবাদী ভাসও। বলেছিলেন, ‘সম্প্রতি তাসকিন বেশ ভালো করছে। সব কন্ডিশন ও ফরম্যাটে সে বাংলাদেশের সেরা বোলার হিসেবে নিজেকে তৈরি করেছে। এই দায়িত্বে সে ভাল করছে আত্মবিশ্বাসের সঙ্গে। পেসার হিসেবে আপনার ইনজুরি আসবেই কিন্তু এটা নিয়েই দেশের হয়ে সেরাটা চেষ্টা করে পেসাররা।’


দলের তরুণ আরেক পেস সেনশেসন শরিফুল ইসলামকে নিয়ে ভাসের মন্তব্য, ‘আমি শরিফুলকে দেখেছি বাংলাদেশের হয়ে খেলতে। সে খুবই তরুন ও প্রতিভাবান পেসার। বাংলাদেশ ক্রিকেটের জন্য ওর অনেক কিছু দেয়ার আছে। আমিও বিশ্বাসী যে ওকে নিয়ে ভাল কাজ করতে পারব যা বাংলাদেশ ক্রিকেটে ভবিষ্যতে কাজে লাগবে।’


বিবার্তা/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com