ঠাকুরগাঁওয়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ১৮:৪০
ঠাকুরগাঁওয়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এর উদ্বোধন করা হয়েছে।


মঙ্গলবার (৩ জানুয়ারি) শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে গেমসের উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।


বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি মুহ. সাদেক কুরাইশী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভুইয়া, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া প্রমুখ।


এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা, বিভিন্ন উপজেলা থেকে আগত ক্রীড়া সংগঠক ও অংশগ্রহনকারী খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।


জানা যায়, এবছর শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে উপজেলা পর্যায়ে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, উশু, তায়কোয়ানডো, কারাতে, রাগবি ও এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরমধ্যে এ্যাথলেটিকসে তরুণ-তরুণী, রাগবিতে তরুণ, ব্যাডমিন্টনে তরুণ একক/দ্বৈত, টেবিল টেনিসে তরুণ একক/দ্বৈত, রাগবিতে তরুণী, ব্যাডমিন্টনে তরুণী একক/দ্বৈত, টেবিল টেনিসে তরুণী একক/দ্বৈত, ব্যাডমিনটন মিক্স ডবল, তায়কোয়ানডোতে তরুণ-তরুণী, কারাতে তরুণ-তরুণী ও উশুতে তরুণ-তরুণী টিমের খেলোয়াড়েরা অংশগ্রহন করবেন। প্রত্যেক ইভেন্টেই প্রতিটি উপজেলা থেকে ৫ জন খেলোয়াড় অংশ নিবেন।


বিবার্তা/বিধান/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com