শিরোনাম
জেসুসের হ্যাটট্রিকে ম্যানচেস্টার বড় জয়
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৯, ১০:০৬
জেসুসের হ্যাটট্রিকে ম্যানচেস্টার বড় জয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চ্যাম্পিয়ন্স লিগে গ্যাব্রিয়েল জেসুসের হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। বুধবার (১১ডিসেম্বর) ডায়নামো জাগরেবেরমাঠ থেকে জয় নিয়ে ফিরে ম্যানচেস্টার।


প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় চোখ ছিল ডায়নামো জাগরেবের। কিন্তু ম্যানচেস্টার সিটির তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের দুর্দান্ত এক হ্যাটট্রিক তাদের সব আশা গুড়েবালি হয়ে যায়। ৪-১ গোলে হেরে শেষ ষোলোয় যাওয়া স্বপ্ন নষ্ট হয়ে যায় ডায়নামো জাগরেবের।


ম্যাচ শুরুর ১০ মিনিটের মাথায় সতীর্থের বাড়ানো বল দুর্দান্ত ভলিতে গোল দিয়ে স্বাগতিকদের এগিয়ে নেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো। ৩৪তম মিনিটে রিয়াদ মাহরেজের আড়াআড়ি ক্রসে লাফিয়ে হেড দিয়ে গোল করে স্কোরলাইনে সমতা আনেন জেসুস।


বিরতির পর যেন ম্যান সিটির সামনে দাঁড়াতেই পারছিল না প্রতিপক্ষ। ৫০তম মিনিটে গোছালো আক্রমণে কাছ থেকে ঠাণ্ডা মাথায় দলকে এগিয়ে নেন জেসুস।


সে ঘটনার চার মিনিট পর আরেকটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার জেসুস। ব্যবধান হয়ে যায় ৩-১।
এরপর ম্যাচের ৮৪তম মিনিটে বের্নার্দো সিলভার পাস থেকে স্কোরলাইন সমৃদ্ধ করেন ফোডেন। আর কোনো গোল হয়নি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com