শিরোনাম
বিরাট কোহলির বিশ্বরেকর্ড
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:৩২
বিরাট কোহলির বিশ্বরেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে রান সংগ্রহের দিক থেকে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এখন সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এর আগে ২ হাজার ৫৪৭ রান সংগ্রহ করে শীর্ষে ছিলেন ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা।


রবিবার (৮ডিসেম্বর) ভারতের তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে উদ্বোধনীতে ব্যাটিংয়ে নেমে ১৫ রান করেন রোহিত শর্মা।


এর পর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামেন বিরাট কোহলি। এ দিন তিনি আর মাত্র ১৯ রান করেই রোহিত শর্মাকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়েন। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৭৪তম ম্যাচে ২ হাজার ৫৬৩ রান নিয়ে এখন শীর্ষে রয়েছেন কোহলি।


ওয়ানডে ক্রিকেটে বিরাট ২৩৯ ম্যাচ খেলে ৪৩টি সেঞ্চুরির সাহায্যে ইতিমধ্যে ১১ হাজার ৫২০ রান সংগ্রহ করেছেন তিনি। আর ৮৪ টেস্টে ভারতীয় এ অধিনায়ক ইতিমধ্যে ২৭টি সেঞ্চুরিতে সংগ্রহ করেছেন ৭ হাজার ২০২ রান।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com