শিরোনাম
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৪:০২
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

নেপালকে হারিয়ে এসএ গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের পর বোলারদের নৈপুণ্যে ৪৪ রানের সহজ জয় পেয়েছে তারা। এরফলে পদক নিশ্চিত হলো টাইগারদের। আর ফাইনালে জিততে পারলে স্বর্ণ নিয়েই ঘরে ফিরবে নাজমুল হোসেন শান্তর দল।


বাংলাদেশের দেয়া ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নেপাল। দলীয় ১৪ রানের মধ্যেই সাজঘরে ফেরেন তিন ব্যাটসম্যান। শুরুর সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারানো নেপাল শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে সংগ্রহ করে ১১১ রান। দলের হয়ে মাল্লা করেন সর্বোচ্চ ৪৩ রান।


দলের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন সুমন খান, তানভীর ইসলাম, সৌম্য সরকার এবং মেহেদী হাসান।


এর আগে টস হেরে ব্যাট করতে নেমে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত এবং আফিফ হোসেন ধ্রুবর দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৫৫ রান।


শুরুতেই আলোচিত অলরাউন্ডার পরশ খাড়কার নৈপুণ্যে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ৭ রানেই ওপেনার নাঈম শেখকে ফেরান তিনি। এরপর সৌম্যকে নিয়ে প্রতিরোধ গড়েন শান্ত। কিন্তু মাত্র ৬ রানে সৌম্যর বিদায়ের পর আরো চাপে পড়ে টাইগাররা। মড়ার ওপর খাড়ার ঘা হয়ে আসে শূন্য রানে সাইফ হাসানের বিদায়। পরে আফিফকে নিয়ে শান্তর জুটি টাইগারদের লড়াইয়ের পুঁজি এনে দেয়। সাজঘরে ফেরার আগে ৬০ বলে ৭৫ রান করেন শান্ত। আর মাত্র ২৮ বলে ৫২ রানের কার্যকরী ইনিংস খেলেন আফিফ।


বল হতে নেপালের পরশ খড়কা একাই তুলে নেন ৩ উইকেট।


স্কোর:
বাংলাদেশ: ১৫৫/৬ (২০) শান্ত ৭৫, আফিফ ৫২; পরশ ১৫/৩।
নেপাল: ১১১/৯ (২০) মাল্লা ৪৩।


বাংলাদেশ ৪৪ রানে জয়ী।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com