শিরোনাম
এসএ গেমস: শ্রীলংকাকে একমাত্র গোলে হারালো বাংলাদেশ
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৯, ২২:০৭
এসএ গেমস: শ্রীলংকাকে একমাত্র গোলে হারালো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

শ্রীলংকাকে হারিয়ে এসএ গেমসে নিজেদের সুযোগ ধরে রাখল বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। বৃহস্পতিবার নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে জয়লাভ করেছে। মাস্ট উইন ম্যাচে এই জয়ের ফলে বাংলাদেশের সংগ্রহশালায় জমা পড়েছে চারটি মুল্যবান পয়েন্ট।


তারপরও শিরোপা দৌঁড়ে টিকে থাকতে হলে রাউন্ড রবিন লীগ পর্বের শেষ ম্যাচেও স্বাগতিক নেপালের বিপক্ষে তাদের জয় পেতে হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর।


ম্যাচ শুরুর ১২ মিনিটেই গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন মাহবুবুর রহমান সুফিল। ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত এই লিড ধরে রেখে বিজয় নিশ্চিত করে লাল সবুজের দলটি। শ্রীলংকাও আপ্রাণ চেষ্টা করেছে গোলটি পরিশোধের জন্য। তবে ফিনিশারের অভাবে সফল হয়নি তারা।


এর আগে প্রথম ম্যাচে ভুটানের কাছে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে এগিয়ে যাবার পরও ১-১ গোলে ড্র করে মালদ্বীপ।


লিগ পর্বের শীর্ষ দুটি দল ফাইনালে খেলার সুযোগ পাবে। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।


বাংলাদেশ স্কোয়াড: আনিসুর রহমান, পাপ্পু হোসেন, মাহফুজ হাসান প্রিতম, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন, রিয়াদুল হাসান, সুশান্ত ত্রিপুরা, জামাল ভুঁইয়া, বিপ্লব আহমেদ, মোহাম্মদ রবিউল হাসান, মোহাম্মদ আল আমিন, মাহবুবুর রহমান, স্বাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, রকিব হোসেন, আরিফুর রহমান ও মোহাম্মদ ইব্রাহিম।


বিবার্তা/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com