শিরোনাম
সেমিতে বাংলাদেশকে আফগানিস্তানের চ্যালেঞ্জিং টার্গেট
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৯, ১৫:০৪
সেমিতে বাংলাদেশকে আফগানিস্তানের চ্যালেঞ্জিং টার্গেট
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইমার্জিং এশিয়া কাপে ফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এক দারিশ রসুলের ব্যাটে ভর করে টাইগারদের বিপক্ষে ২২৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়তে পেরেছে আফগান শিবির।


শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। তার এ সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করেন পেসার হাসান মাহমুদ। মাত্র ২৪ রানে আফগানিস্তান হারায় তিন উইকেট। মালিক, শহীদুল্লাহ ও শওকত জামান তিনজনকে বিদায় করেন হাসান। এরপর সৌম্য সরকারের বলে প্যাভিলিয়নে যান মুনির আহমদ।


আফগান শিবির তখন রীতিমতো কাঁপছিল। ১০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কা জেগে ওঠে। এ পরিস্থিতি সামাল দেন দারিশ রসুল। পঞ্চম উইকেটে ৩৭ রানের জুটি গড়েন তিনি।


এরপর ষষ্ঠ উইকেটে ৬৭ ও সপ্তম উইকেটে ৮৬ রানের জুটি গড়েন দারিশ রসুল। ১২৮ বলে সাতটি চার ও সাতটি ছক্কায় ১১৪ রান করেন দারিশ। এছাড়া শাফাক ৩৪ ও তারিক করেন ৩৩ রান। আর নির্ধারিত ৫০ ওভার শেষে নয় উইকেটে ২২৮ রান তোলে আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে হাসান ও সৌম্য দুজনেই তিনটি করে উইকেট নেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com