
কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার টেস্ট ম্যাচে বাংলায় ধারাভাষ্য দেয়ার জন্য স্টার স্পোর্টস আমন্ত্রণ জানিয়েছিলো বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। তবে স্টার স্পোর্টসের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অধিনায়ক।
গত বিশ্বকাপের পর চোটের কারণে খেলছেন না মাশরাফি। আগামী বছরের মে থেকে জুনের আগে বাংলাদেশের আর ওয়ানডে খেলাও নেই। মাশরাফির এই ফাঁকা সময়টাই কাজে লাগাতে চেয়েছিল স্টার স্পোর্টস।
মাশরাফি বলেন, আমাকে গোলাপি বলের টেস্টে ধারাভাষ্য দিতে বলা হয়েছিল। কিন্তু আমি আগ্রহী হইনি। ওদেরকে না বলে দিয়েছি।
তবে খেলা দেখতে কলকাতায় যাচ্ছেন বলে তিনি নিশ্চিত করেছেন, ‘এই ম্যাচটি দেখার ইচ্ছা আছে। আশা করি, খেলার সময় আমি কলকাতাতেই থাকব।
ঐতিহাসিক এই টেস্ট রাঙিয়ে রাখতে নানা উদ্যোগ নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। ইডেনের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে টেস্টের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী রুনা লায়লাকেও আমন্ত্রণ জানিয়েছেন। ম্যাচ শুরুর আগে গান গাইবেন বাংলাদেশের এই কিংবদন্তি।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]