শিরোনাম
এবার বিসিবিকে ১৩ দফা দাবিতে ক্রিকেটারদের চিঠি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৯, ১৯:০৬
এবার বিসিবিকে ১৩ দফা দাবিতে ক্রিকেটারদের চিঠি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

১১ দফা দাবির পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে ১৩ দফা দাবিতে চিঠি দিয়েছে আন্দোলনরত ক্রিকেটাররা। বুধবার (২৩ অক্টোবর) এ দাবি সম্বলিত চিঠি প্রেরণ করেছেন ক্রিকেটারদের মুখপাত্র ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।


বুধবার (২৩ অক্টোবর) বিকেল গুলশান-২ এ এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ বিকেল ৪টায় ডাক, কুরিয়ার ও ইমেইল যোগে ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ১৩টি দাবি উপস্থাপন করা হয়েছে।


এর আগে বুধবার (২৩ অক্টোবর) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপান। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর পাপন বলেন, বিসিবি ক্রিকেটারদের ১১ দফা দাবি মেনে নিতে প্রস্তুত।


জানা গেছে, প্রধানমন্ত্রী পাপনকে ক্রিকেটারদের দাবি মেনে নেয়ার পরামর্শ দেন। পাশাপাশি ক্রিকেটারদের মাঠে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ গ্রহণেরও নির্দেশ দেন।


বিসিবি ক্রিকেটারদের ১১ দফা দাবি মেনে নেয়ার ঘোষণা দিয়ে ক্রিকেটারদের আলোচনায় বসার আহ্বান জানায়। কিন্তু ক্রিকেটাররা আলোচনায় না বসে ফের সংবাদ সম্মেলনের ডাক দিয়ে এখন নতুন করে ১৩ দফা দাবিতে চিঠি দিয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com