শিরোনাম
টাইগারদের ধর্মঘট নিয়ে যা বললেন সৌরভ
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৯, ২১:৩৬
টাইগারদের ধর্মঘট নিয়ে যা বললেন সৌরভ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পারিশ্রমিক বাড়ানোসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিরত থাকার ঘোষণাও দিয়েছেন তারা।


বিপিএলে পারিশ্রমিক কমছে ক্রিকেটারদের! চলমান জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) তাদের ম্যাচ ফি বাড়েনি! অন্য সুযোগ-সুবিধাও পাচ্ছেন না তারা! সবকিছু নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর প্রতিবাদে সোচ্চার জাতীয় দলের ক্রিকেটাররা। তাতে সম্মতি দিয়েছেন ঘরোয়া ক্রিকেটাররাও।


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি প্রথা বিলুপ্ত করে দিয়েছে বিসিবি। ফলে পেশাদার ক্রিকেটারদের রোজগার কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত কয়েক বছরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাদের পারিশ্রমিক কমেছে। এবারের এনসিএলে খেলোয়াড়দের প্রারিশ্রমিকসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দেয় বোর্ড। তবে সেগুলোর বাস্তবায়ন দেখা যাচ্ছে না।


এদিকে আগামী মাসে ভারত সফরে যাওয়ার কথা টাইগারদের। সেখানে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে।


এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেন, ক্রিকেটারদের ধর্মঘট এটা বাংলাদেশ ক্রিকেটের অভ্যন্তরীণ ব্যাপার। ভারত-বাংলাদেশ সিরিজে এর প্রভাব পড়বে না।


সৌরভ বলেন, ‘এটা তাদের অভ্যন্তরীণ ইস্যু। তারাই এর সমাধান করবে। আশা করি তারা (বাংলাদেশ) খেলতে আসবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com