শিরোনাম
বাংলাদেশকে অবশ্যই সহযোগিতা করবো: সৌরভ
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৯, ১৭:১১
বাংলাদেশকে অবশ্যই সহযোগিতা করবো: সৌরভ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশকে অবশ্যই সহযোগিতা করবো বলে মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি।


তিনি বললেন, ১০০ বার বাংলাদেশকে সহযোগিতা করব। তাদের সহযোগিতা না করলে আর কাকে করব? বুধবার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে সিএবির কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।


সৌরভ বলেন, বাংলাদেশকে দ্বিপক্ষীয় সহযোগিতা করতে পারব এবং আইসিসির আলোচনাতেও তাদের সহযোগিতা করতে পারব। কিছুদিন পরই এখানে টেস্ট ম্যাচ খেলতে আসছে বাংলাদেশ। তখন বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করব।


এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের অভিনন্দন-বার্তা পেয়েছেন সৌরভ। অকপটে তা স্বীকার করেছেন তিনি।


তিনি আরো বলেন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে সবসময়ই আগ্রহী আমি। নিয়মিত খোঁজখবরও রাখি।


গেল বিশ্বকাপে বোলিংয়ের কারণে ভুগেছে টাইগাররা জানিয়ে সৌরভ বলেন, ক্রিকেটে দারুণভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাদের বোলিং আক্রমণটা ঠিক করতে হবে। বিশ্বকাপে ওটাই ওদের ডুবিয়েছে।


আগামী মাসে ভারতের মাঠে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। দুই টেস্টের একটি ভেন্যু সৌরভের ঘরের মাঠ ইডেন গার্ডেন্স। সেখানে টেস্ট আয়োজন স্মরণীয় করে রাখতে ইতিমধ্যে নানা উদ্যোগ নিয়েছে সিএবি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com