শিরোনাম
‘এই মিরপুরেই আমার বাবা-মার জন্ম’
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৯, ২১:২৯
‘এই মিরপুরেই আমার বাবা-মার জন্ম’
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইংল্যান্ডের তারকা লেগ স্পিনার আদিল রশিদ বলেছেন, আজাদ কাশ্মীরের মিরপুরে তার বাবা-মা জন্মেছিলেন, তাই এখানের মানুষের প্রতি তার বিশেষ ভালোবাসা আছে।


সম্প্রতি পাকিস্তানের কাশ্মীরের মিরপুর অঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্প হয়। এতে ৩৭ জন মানুষ প্রাণ হারান, পাঁচ শতাধিক মানুষের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে ইংল্যান্ড থেকে পাকিস্তানের কাশ্মীর সফরে যান আদিল রশিদ।


পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ড তারকা আদিল রশিদ ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনকালে সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন। এসময় তিনি অসহায় মানুষকে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়ে সাহয্য করেন।


আদিল রশিদ বলেন, মিরপুরের প্রতি আমার বিশেষ ভালোবাসা আছে- আমার বাবা-মা এখানে জন্মগ্রহণ করেছিলেন, তার কারণ আমি পাকিস্তানে এসেছি সাহায্য করার জন্য।


২০০৯ সালের জুলাই থেকে ইংল্যান্ডের হয়ে ১৯টি টেস্ট, ৯৯টি ওয়ানডে আর ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৩৯ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ১ হাজার ১৩৬ রান সংগ্রহ করেছেন আদিল রশিদ।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com