শিরোনাম
গোল করার পর কেন আকাশের দিকে আঙুল তুলেন মেসি?
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৯
গোল করার পর কেন আকাশের দিকে আঙুল তুলেন মেসি?
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। যার বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত অনুরাগী রয়েছে। এই ফুটবল জাদুকর গোল করার পর আকাশের দিকে তাকিয়ে দুই হাত উঁচিয়ে গোল উদযাপন করেন। কিন্তু কেন মেসির এই অন্যরকম উদযাপন?


জানা গেছে, মেসির বয়স যখন মাত্র ১১ বছর তখন তিনি হরমোন ডেফিসিয়েন্সি রোগে আক্রান্ত হন। ওই সময় মেসির দাদী তার জন্য অনেক কষ্ট করেন। মেসিকে ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করতে সবচে বেশি যে মানুষটি কষ্ট করেছেন তিনি মেসির দাদী।


তবে মেসির হরমোন ডেফিসিয়েন্সি রোগ মুক্তির পর বেশি দিন বাঁচেননি তার দাদি। প্রিয় মানুষটিকে হারানোর পর চরম শোকাহত হন মেসি।


এরপর থেকে প্রতিবার গোল করার পর হাত উঁচিয়ে আকাশের দিকে তাকিয়ে নিজের প্রয়াত দাদীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন মেসি।


নিজের ছেলেদের সম্পর্কে কথা বলতে গিয়ে মেসি জানান, আমি আশা করি তারা সবাই ফুটবলার হবে, কিন্তু আমি তাদের জোর করব না। থিয়াগো ফুটবল খেলতে পছন্দ করে, সে বার্সেলোনা স্কুলে গিয়ে বাচ্চাদের সাথে ফুটবল খেলতে পছন্দ করে। আমি দেখেছি, সে গোল দিয়ে আমার মত আকাশের দিকে হাত উঠায়, কিন্তু সে কখনো এটার কারন আমার কাছে জিজ্ঞেস করে নি, আমাকে দেখে সে এটা করে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com