শিরোনাম
সর্বাধিক ফিফটির পরও সেঞ্চুরি বঞ্চিত তারা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৬
সর্বাধিক ফিফটির পরও সেঞ্চুরি বঞ্চিত তারা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়মিত ফিফটি পেলেও সেই ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করতে পারছেন না বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, কিংবা সাকিব আল হাসানের মতো তারকা ব্যাটসম্যানরা।


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭১ ম্যাচ খেলে সর্বোচ্চ ২২ ফিফটি হাঁকিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় এ ক্রিকেটার ওয়ানডে ও টেস্ট মিলে ইতিমধ্যে ৬৮টি সেঞ্চুরি করেছেন। অথচ টি-টোয়েন্টিতে সেঞ্চুরির দেখা পাচ্ছেন না তিনি।


অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার টেস্ট আর ওয়ানডে মিলে ইতিমধ্যে ৩৮টি সেঞ্চুরি করেছেন। অথচ টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৭০ ম্যাচ খেলে ১৩টি ফিফটি গড়া এই তারকা ওপেনার এখনও সেঞ্চুরির দেখা পাননি।


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ ৮টি ফিফটি হাঁকিয়েছেন সাকিব আল হাসান। তিনি ওয়ানডে ও টেস্ট মিলে ১৪টি সেঞ্চুরি করলেও টি-টোয়েন্টিতে শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেননি। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র তামিম ইকবালই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com