শিরোনাম
আফ্রিদির যে রেকর্ড ছুঁলেন কোহলি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩১
আফ্রিদির যে রেকর্ড ছুঁলেন কোহলি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহক এখন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। বুধবার (১৮ সেপ্টেম্বর) মোহালিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭২ রানের হার না মানা এক ইনিংস খেলে চালকের আসনে বসেন তিনি।


এ ম্যাচে আরও এক কীর্তি গড়েছেন ভারতীয় অধিনায়ক। পাকিস্তান কিংবদন্তি শহীদ আফ্রিদিকে ছুঁয়ে ফেলেছেন তিনি ।


কোহলি ৭২ রানের হার না মানা ইনিংস খেলার পাশাপাশি ফিল্ডিংয়ে নভদ্বীপ সাইনির বলে দুর্দান্ত ক্যাচ নিয়ে প্রোটিয়া অধিনায়ক কুইন্টন ডি কককে সাজঘরেও ফেরান। ফলে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে।


এ নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১১ বার ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতলেন কোহলি। এতে আফ্রিদিকে স্পর্শ করেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১১টি ম্যাচের সেরা পুরস্কার জেতেন পাক অলরাউন্ডার। এটি দ্বিতীয় সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার নজির ছিল।


টি-টোয়েন্টিতে সর্বোচ্চসংখ্যক ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জেতার রেকর্ড আফগানিস্তানের মোহাম্মদ নবীর দখলে। ১২ বার ম্যাচসেরা হয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে শিগগির সাবেক আফগান দলনায়ককে ছাড়িয়ে যাবেন কোহলি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com