শিরোনাম
ক্রিকেট দুনিয়ার সেরা ধনী কোচরা
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০০
ক্রিকেট দুনিয়ার সেরা ধনী কোচরা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্রিকেট খেলায় কোচের গুরুত্ব অনেক বেশি। কোচ ছাড়া কোনো দল যেন চলতেই পারে না। কারণ খেলোয়াড়দের কৌশলগত দিক নির্দেশনা দেয়ার পাশাপাশি মানসিক পরিচর্যার বিষয়েও পরামর্শ দিয়ে থাকেন কোচরা। তারা পারিশ্রমিক পেয়ে থাকেন অতীত সাফল্য এবং কৌশলগত জ্ঞানের ওপর ভিত্তি করে।


বিশ্বের সেরা ধনী পাঁচ ক্রিকেট কোচ-


১. রবি শাস্ত্রী


ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের জাতীয় দলের কোচকে অনেক আকর্ষণীয় বেতন দিয়ে থাকে। ভারতীয় দলের বর্তমান কোচ রবি শাস্ত্রীর বেতন অন্য কোচদের জন্য সত্যিই লোভনীয়। বছরে ১.৩৫ মিলিয়ন ডলার পেয়ে থাকেন রবি শাস্ত্রী। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার। ভারতীয় দলে টিম ডিরেক্টরের পদ সামলানোর পাশাপাশি কোচের দায়িত্বও পালন করেন রবি শাস্ত্রী।


২.জাস্টিন ল্যাঙ্গার


খেলোয়াড়ি জীবনে সফল জাস্টিন ল্যাঙ্গার ২০১৮ সালে অস্ট্রেলিয়ার জাতীয় দলের কোচের দায়িত্ব পান। দায়িত্ব পাওয়ার পর জাতীয় দলে অস্ট্রেলিয়ান সংস্কৃতি ফেরানোয় ব্যাপক সুনাম অর্জন করেছেন তিনি। অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ হিসেবে তার বার্ষিক বেতন ০.৬৫ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৫০ লাখ ৯৯ হাজার টাকা।


৩. ট্রেভর বেলিস


ট্রেভর বেলিস শ্রীলঙ্কা জাতীয় দল ছাড়াও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো কোচিং করিয়েছেন। ২০১৫ সালে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নেন এ অস্ট্রেলিয়ান। ইংল্যান্ড জাতীয় দলের কোচ হিসেবে তার বার্ষিক বেতন ০.৫২ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৪০ লাখ ৭৯ হাজার টাকা।


৪. চণ্ডিকা হাথুরুসিংহে


বাংলাদেশ দলের সাবেক এ কোচ ক্রিকেট দুনিয়ায় একজন কৌশলবিদ হিসেবেই পরিচিত। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের কোচ ছিলেন হাথুরুসিংহে। এরপর শ্রীলঙ্কা জাতীয় দলের দায়িত্ব নেন তিনি। শ্রীলঙ্কা জাতীয় দলে তার বার্ষিক বেতন প্রায় অর্ধ মিলিয়ন ডলারের কাছাকাছি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৬ লাখ ৮৮ হাজার টাকা।


৫. মিসবাহ-উল হক


পাকিস্তান দলের প্রধান কোচ মিসবাহ-উল হক। পাকিস্তান দলের টেস্ট ইতিহাসে সেরা অধিনায়কও তিনি।
পাকিস্তান জাতীয় দলের কোচ হিসেবে তার বার্ষিক বেতন আড়াই লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ১১ লাখ ৯২ হাজার টাকা।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com