শিরোনাম
আফগানদের চেপে ধরেছে টাইগাররা
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৬
আফগানদের চেপে ধরেছে টাইগাররা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের ইনিংসের প্রথম বলেই রহমতউল্লাহ গুরবাজকে বোল্ড করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। জাতীয় দলের এ পেসারের বলে অফ স্টাম্প ভেঙে যায় রহমতউল্লাহর। এরপর সাকিবের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন হজরত উল্লাহ জাজাই।


এরপর আবারো নাজিব তারাকাইকে পেভিলনে ফিরিয়ে দিয়েছেন সাইফুদ্দিন। ১৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে আফগানরা। এখন আফগান আসগর এক রানে এবং নাজিবুল্লাহ জাদরান শূন্য রান নিয়ে খেলছেন।


রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান।


সাকিবদের বিপক্ষে আজকের ম্যাচে জয় পেলে টি-টোয়েন্টি ফরম্যাটে টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড গড়বে আফগানরা।


এর আগে ২০১৬-১৭ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ, ওমান, আরব আমিরাত ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিল আফগানিস্তান। সে বছর টানা ১১ ম্যাচ জিতেছিল তারা।


টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এখনো পর্যন্ত ৭২ ম্যাচ খেলে ৫০টিতে জয় পায় আফগানিস্তান। পরাজয় মাত্র ২২ ম্যাচে।


আফগানিস্তান: হযরতউল্লাহ জাজাই, রহমতউল্লাহ গুরবাজ, নাজিব তারাকি, আসগর আফগান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, ফরিদ আহমেদ, মুজিব উর রহমান।


বাংলাদেশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।


বিবার্তা/আবদাল/জহির


>>টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com