শিরোনাম
ফুটবলেও পারল না বাংলাদেশ
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০১
ফুটবলেও পারল না বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামে চলছে ক্রিকেটের দুঃসংবাদ। আর আফগানের দুশানবেতে ফুটবলে। ২৪ ঘণ্টার ব্যবধানে ক্রিকেটের পর ফুটবলেও আফগানিস্তানের কাছে পরাজয় ঘটলো বাংলাদেশের।


মঙ্গলবার রাতে (১০ সেপ্টেম্বর) তাজিস্তানের রাজধানীতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে কাতার-২০২২ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের মিশন শুরু করল বাংলাদেশ।


দুশানবের রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়ামে ম্যাচে আফগানিস্তান ১: বাংলাদেশ : ০ গোলে পরাজয় বরণ করল। তবে স্কোরের চেয়ে তিন-চারগুণ হলেও অবাক হওয়ার ছিল না। শারীরিক শক্তি আর গতিতে এগিয়ে থাকা আফগান ফুটবলাররা শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকেন। গোল পেতে ২৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়।


ডান দিক থেকে আসা বলে ফরশাদ নুরের জোরালো হেড। বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা হাতে লাগিয়েও বাইরে পাঠাতে পারেননি। ক্রসবারের নিচের দিকে লেগে জড়িয়ে গেল জালে। প্রথমার্ধে বল পজেশনে আফগানিস্তানের ছিল ৬০ ভাগ, বাংলাদেশের ৪০।


দ্বিতীয়ার্ধে ব্যবধানটা আরো বাড়িয়ে ৬৮ : ৩২ করে ফেলে রশিদ খানের ভাই-ব্রাদাররা। তবে তারা গোল ব্যবধান বাড়াতে পারেনি সেটাই সান্ত্বনা জামাল ভূঁইয়াদের।


বাংলাদেশ ম্যাচে ফেরার মতো পরিস্থিতি একবারও তৈরি করতে পারেনি। ৫৫ মিনিটে বিপলুর পরিবর্তে এ সময়ের আলোচিত ফুটবলার রবিউল হাসানকে মাঠে নামান কোচ জেমি ডে; কিন্তু রবিউলও পারলেন না।


এর আগে আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে ৬-০ গোলে বিধ্বস্ত হয় কাতারের কাছে। সেই ফল দেখে বাংলাদেশ কোচ বলেছিলেন, আফগানরা এশিয়ার সেরা দলটির কাছে ৬ গোল খেয়েছে। তাতে আমাদের খুশি হওয়ার কারণ নেই। আফগানিস্তানকে হারাতে হলে আমাদের দুর্দান্ত ফুটবল খেলতে হবে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com