শিরোনাম
পাকিস্তানের বোলিং কোচ হতে চান ওয়াকার
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৯, ২১:০৭
পাকিস্তানের বোলিং কোচ হতে চান ওয়াকার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তান দলের বোলিং কোচ হতে চান সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান কোচ ওয়াকার ইউনিস।


সুত্র মতে দলের বোলিং কোচ হতে গতকাল (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন ইউনিস।


মজার বিষয় হচ্ছে ইতোপুর্বে দুইবার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও ওয়াকার এবার কেবলমাত্র বোলিং কোচের জন্য আবেদন করেছেন।


এরআগে ২০১৪-২০১৬ সালের এপ্রিল পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ৪৭ বছর বয়সী এ সাবেক পেস গ্রেট।তার পর পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার মিকি আর্থার।


উল্লেখ্য, এর আগে বিভন্ন সময়ে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছিল- বোলিং কোচ হিসেবে শীর্ষ প্রার্থী সাবেক ক্রিকেটার মোহাম্মদ আকরাম।


পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) সম্প্রতি বোলিং কোচ আজহার মাহমুদের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় এবং নতুন করে বিজ্ঞাপন দেয়।আবেদনের মেয়াদ শেষ হবে ২৬ আগস্ট।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com