টানা ৬ কার্যদিবস উত্থানের পর সূচকে ফের পতন
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ১৯:৫২
টানা ৬ কার্যদিবস উত্থানের পর সূচকে ফের পতন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দীর্ঘদিন পতন প্রবণতায় আটকে থাকার পর চলতি জুলাই মাসের প্রথম কার্যদিবস থেকেই ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। টানা ৬ কার্যদিবস উত্থানের পর প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। এ ছাড়া বাজার দুটিতে অধিকাংশ কোম্পানি ও ইউনিট ফান্ডের দর কমেছে।


ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


বাজার সংশ্লিষ্টরা বলছেন, চলতি জুলাই মাসের শুরু থেকে বাজার ইতিবাচক। লেনদেন বাড়ছে, টাকার অঙ্কে ভলিউম বাড়ছে। এতে করে বিনিয়োগকারীরা লেনদেনে সক্রিয় হচ্ছে। এ ছাড়া গত কয়েকদিন বাজার ঊর্ধ্বমুখী থাকায় বিনিয়োগকারীদের কোনো কোনো পক্ষ মুনাফা তুলে নেওয়া বাজারে মূল্য সংশোধন হয়েছে।


বুধবার আগের ৬ দিনের উত্থান ধারাবাহিকতায় লেনদেন শুরু হয়। লেনদেনের ৩৫ মিনিটের মাথায় ডিএসইর সূচক বৃদ্ধি পায় ৩৮ পয়েন্ট। তারপর থেকেই বাজার টানা নামতে থাকে। বেলা সোয়া ১১টায় সূচক আগের দিনের অবস্থানে ফিরে আসে। এই সময় বাজারে কিছুটা বাই প্রেসার বাড়তে দেখা যায়। ফরে বাজার আবারও ওপরের দিকে উঠতে থাকে।


ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা গেছে, এদিন ডিএসইতে লেনদেন শুরুর পর প্রায় তিন ঘণ্টা বাজার ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করে। এরপর বাজারটিতে সূচক নিম্নমুখী হতে থাকে। যা দিনের লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। ফলে দিন শেষে ডিএসইএক্স সূচক ২৬.১৯ পয়েন্ট কমে ৫ হাজার ৫৬৮.৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ ৩.৮৪ পয়েন্ট কমে ১ হাজার ২১৯.৪৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬.৪০ পয়েন্ট কমে ১ হাজার ৯৫৮.১৩ পয়েন্টে অবস্থান করছে। এর আগে টানা ছয় কার্যদিবসে এক্সচেঞ্জটিতে ২৬৭ পয়েন্টে সূচক বেড়েছিল।


এদিকে ডিএসইর বাজারে ৩২ কোটি ৭২ লাখ ২৮ হাজার ৬৪৫টি শেয়ার ও ইউনিট ফান্ডের লেনদেন হয়েছে। এসব শেয়ার ও ইউনিটের বাজার মূল্য দাঁড়িয়েছে ৯৬৭ কোটি ২২ লাখ টাকা। যা আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৯ কোটি ৮ লাখ টাকা। এতে এক্সচেঞ্জটিতে লেনদেন কমেছে প্রায় ৫২ কোটি টাকা।


এছাড়া বাজারটিতে ৩৯৪টি কোম্পানি ও ইউনিট ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ২৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর।


ডিএসইতে লেনদেনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমেই রয়েছে বিচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির শেয়ার ৪ হাজার ২৭৫ বারে ৪১ লাখ ১৬ হাজার ৯৬১টি কেনা-বেচা হয়েছে। আর এসব শেয়ারের বাজার মূল্য দাঁড়িয়েছে ৩৯ কোটি ১৬ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে উঠেছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানির ৪১ লাখ ৮৭ হাজার ২৮১টি শেয়ারের লেনদেন হয়েছে। এ কোম্পানির শেয়ারের বাজার মূল্য ছিল ৩০ কোটি ৯৬ লাখ টাকা। লেনদেনের তৃতীয় অবস্থানে উঠেছে সী পার্ল বিচ অ্যান্ড এস্পা লিমিটেড। কোম্পানির শেয়ার দর ৮৮ টাকা ৫০ পয়সা থেকে ৯২ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। আর দিন শেষে মোট লেনদেন হয়েছে ২৮ কোটি ৮ লাখ টাকা।


এরপর লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইন্টারকো রি-ফুয়েলিং, সালভো কেমিক্যাল, জেএমআই হসপিটাল, লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ও আফতাব অটো।


চট্টগ্রামকেন্দ্রিক শেয়ারবাজার সিএসইতে আজ লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই বা সার্বিক সূচক ৩.৯৫ পয়েন্ট কমে ১৫ হাজার ৮৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ২৮৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট ফান্ডের লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির কোম্পানির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির শেয়ার দর। এ ছাড়া টাকার অঙ্কে এক্সচেঞ্জটিতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৭৬ লাখ টাকা। যা আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ১১ কোটি ২ লাখ টাকা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com