সূচক ও লেনদেনের সামান্য উত্থানে ডিএসই, পতন সিএসইতে
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ২০:১৩
সূচক ও লেনদেনের সামান্য উত্থানে ডিএসই, পতন সিএসইতে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩ জুন) দেশের দুই শেয়ারবাজারে লেনদেন শেষে প্রধান বাজার ডিএসইতে সূচকের সামান্য উত্থান ও লেনদেন বাড়লেও কমেছে সিএসইর বাজারে।


এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে সূচক বেড়েছে ১.৯৬ পয়েন্ট, লেনদেন হয়েছে ৩৯১ কোটি ৫৫ লাখ টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৯.৩০ পয়েন্ট সাথে লেনদেন হয়েছে ৭৮ কোটি ১৩ লাখ টাকা।


ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


ডিএসইর বাজার তথ্য অনুযায়ী, সোমবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১.৯৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩৫.৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।


অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১.০৫ পয়েন্ট বেড়ে ১১৩৮.৩১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১০.০৫ পয়েন্ট কমে ১৮৫৬.৯৯ পয়েন্টে অবস্থান করছে।


ডিএসইতে আজ ১৩ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫০৬টি শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব শেয়ার ও ফান্ডের বাজার মূল্য দাঁড়িয়েছে ৩৯১ কোটি ৫৫ লাখ টাকা। যা আগের দিন (রবিবার) লেনদেন হয়েছিল ৩৪৯ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ ডিএসইতে আজ লেনদেন বেড়েছে প্রায় ৪২ কোটি টাকা।


ডিএসইতে এদিন লেনদেন শেষে ৩৯২টি কোম্পানি ও মিউচূয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার দর। এক্সচেঞ্জটিতে আজ লেনদেনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমেই রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ১৯ কোটি ৮ লাখ টাকা।


দ্বিতীয় অবস্থানে উঠেছে ফারইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ১৩ কোটি ৭৬ লাখ টাকা। তৃতীয় অবস্থানে উঠেছে ই-জেনারেশন লিমিটেড। কোম্পানিটির টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ ছিল ১৩ কোটি ৫৪ লাখ টাকা। এরপর লেনদেনের শীর্ষ তালিকায় যথাক্রমে রয়েছে- গোল্ডেন সন লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সী পার্ল বিচ এন্ড এস্পা রিসোর্ট লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিকেলস লিমিটেড ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।


অপর শেয়ারবাজার সিএসইতে সোমবার লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই ১৯.৩০ পয়েন্ট কমে ১৫ হাজার পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ ২২৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭১টির কোম্পানির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।


এছাড়া সিএসইতে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ কোটি ১৩ লাখ টাকা। যা আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৮৭ কোটি ৩১ লাখ টাকা। এতে করে আজ এক্সচেঞ্জটিতে লেনদেন কমেছে প্রায় ৯ কোটি টাকা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com