পুঁজিবাজারে সূচকের পতনেও বেড়েছে লেনদেন
প্রকাশ : ২০ মে ২০২৪, ১৯:০৫
পুঁজিবাজারে সূচকের পতনেও বেড়েছে লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভয়াবহ দরপতন চলছে দেশের পুঁজিবাজারে। টানা দরপতনে আতঙ্কে দিন কাটছে বিনিয়োগকারীদের। সূচকের অব্যাহত পতনে বিনিয়োগকারীদের লোকসানের পাল্লা ভারী হচ্ছে। তাদের পিঠ রীতিমতো দেওয়ালে ঠেকে গেছে। এ নিয়ে টানা সাত কার্যদিবস সূচক কমল বাজারে।


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ মে) দেশের দুই শেয়ারবাজারে লেনদেন শেষে সূচকের পতন হয়েছে। তবে বাজার দুটিতে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে।


ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা পতনে এমনিতেই তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দাম তলানিতে এসে ঠেকেছে। তারপর গত কয়েক দিনের টানা পতনে কোম্পানিগুলোর অবস্থা আরও কাহিল। বাজারের এ অবস্থা যে কোনো সময় ঘুরে দাঁড়াবে। কারণ, ভালো ভালো কোম্পানির শেয়ারের দাম এখন অনেক কম। এসব শেয়ারে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ আগের দিনের ধারাবাহিকতায় লেনদেনের শুরুতে কাঁপন ধরানো সেল প্রেসার দেখা যায়। যার ফলে লেনদেনের আধার ঘন্টার মধ্যে ডিএসইর প্রধান সূচক ৭৮ পয়েন্টের বেশি পড়ে যায়। তারপর সেল প্রেসার কমতে থাকে এবং বাই প্রেসার বাড়তে থাকে। এরফলে লেনদেনের ৫০ মিনিটের মাথায় বাজার ইতিবাচক প্রবণতায় টার্ন নেয়।


কিন্তু ইতিবাচক প্রবণতা বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। এই সময়ে সেল প্রেসার বেড়ে যাওয়ায় বাজার আবারও নেতিবাচক প্রবণতায় ফিরে যায়। বেলা ১১টা ০৭ মিনিটে ডিএসইর সূচকের পতন হয় ৫৮ পয়েন্টের বেশি। তারপর আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা। বাকি সময় মিশ্র প্রবণতার মধ্যে লেনদেন চলে। শেষ বেলায় সূচক পতন থামে সাড়ে ৩৭ পয়েন্টে। তবে এই সময়ে সেল প্রেসারের চেয়ে বাই প্রেসার বেশি দেখা যায়। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন।


এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমেছে ৩৭.৬২ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ, মোট লেনদেন হয়েছে ৫৬১ কোটি ২১ লাখ টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই কমেছে ১৩২ পয়েন্ট, লেনদেন হয়েছে ৭০ কোটি ১৩ লাখ টাকা।


ডিএসইর বাজার তথ্য অনুযায়ী, সোমবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৩৭.৬২ পয়েন্ট কমে ৫ হাজার ৩৯৩.৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।


অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১০.৮৮ পয়েন্ট কমে ১ হাজার ১৮০.৭৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৯.৫৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৩৮.৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।


এদিকে গত সপ্তাহের টানা ৫ কার্যদিবসে ডিএসইএক্স কমেছে ১৪৩ পয়েন্ট। আর চলতি সপ্তাহের রবিবার সূচক কমেছিল ৮৬ পয়েন্ট। সোমবার ডিএসইএক্স সূচকটি পতনের পর অবস্থান করছে ৫ হাজার ৩৯৩ পয়েন্টে। এ নিয়ে শেয়ারবাজারে টানা ৭ কার্যদিবস পতন হয়েছে।


ডিএসইর বাজারে সোমবার ১৪ কোটি ১০ লাখ ৩৭ হাজার ৭২৯টি শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব শেয়ার ও ফান্ডের বাজার মূল্য দাঁড়িয়েছে ৫৬১ কোটি ২১ লাখ টাকা। যা আগের দিন লেনদেন হয়েছিল ৪০৯ কোটি ১৮ লাখ টাকা। এতে করে বাজারটিতে লেনদেন বেড়েছে প্রায় ১৫২ কোটি ৩ লাখ টাকা।


বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে এভাবে ধারাবাহিক পতনের জন্য শেয়ারবাজারে ক্যাপিটাল গেইন ট্যাক্সের ওপর এনবিআর করারোপ করতে যাচ্ছে। এমন খবরে বিনিয়োগকারীরা বিভ্রান্তিতে পড়ছে। বিষয়টি বাজার নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্টদের খতিয়ে দেখা উচিত বলে তারা মনে করছেন।


এদিকে আজ এক্সচেঞ্জটিতে লেনদেনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমে উঠেছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ৪১ কোটি ৪৫ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে উঠেছে লাভেলো আইসক্রিম। । কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ২৫ কোটি ৭ লাখ টাকা। তৃতীয় অবস্থানে উঠেছে রুপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির টাকার অঙ্কে লেনদেন হয়েছে ২২ কোটি দুই লাখ টাকা। এরপর লেনদেনের শীর্ষ তালিকায় যথাক্রমে রয়েছে- ই-জেনারেশনস লিমিটেড, ওরিয়ন ইনফিউশনস, এশিয়াটিক ল্যারেটরিজ লিমিটেড, নাভানা ফার্মাসিউটিকেলস লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, সোনালী আঁশ এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


বাজারটিতে আজ ৩৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ২৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর।


অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই ১৩২ পয়েন্ট কমে ১৫ হাজার ৬০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।


সিএসইতে এদিন ২২৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৬টির কোম্পানির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার দর।


সিএসইতে দিনের লেনদেন শেষে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭০ কোটি ১৩ লাখ টাকা। যা আগের দিন রবিবার লেনদেন হয়েছিল ৮ কোটি ৩৭ লাখ টাকা। অর্থাৎ এক্সচেঞ্জটিতে আজ লেনদেন বেড়েছে প্রায় ৫১ কোটি ৭৬ লাখ টাকা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com