পুঁজিবাজারে লেনদেন শেষে সূচকের উত্থান
প্রকাশ : ১২ মে ২০২৪, ১৮:০৩
পুঁজিবাজারে লেনদেন শেষে সূচকের উত্থান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের দুই শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষে সূচকের উত্থান হয়েছে। তবে বাজার দুটির মধ্যে ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে।


১২ মে, রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে ৩৫.৬৭ পয়েন্ট, লেনদেন হয়েছে ৯৮৫ কোটি ৮৮ লাখ টাকা।


অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ৮১ পয়েন্ট সাথে লেনদেন হয়েছে ১৬ কোটি ৩৯ লাখ টাকা।


ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর বাজার তথ্য অনুযায়ী, এক্সচেঞ্জটিতে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের (গত বৃহস্পতিবার) চেয়ে ৩৫.৬৭ পয়েন্ট বেড়ে ৫৬৯৬.৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।


অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৭.৮৯ পয়েন্ট বেড়ে ১২৫০.৪৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১.৩৬ পয়েন্ট বেড়ে ২০২৬.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।


এদিন বাজারটিতে ২৬ কোটি ৭৩ লাখ ১৬ হাজার ৮০০টি শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব শেয়ার ও ফান্ডের বাজার মূল্য দাঁড়িয়েছে ৯৮৫ কোটি ৮৮ লাখ টাকা। যা আগের দিন লেনদেন হয়েছিল ৯১১ কোটি ৩৭ লাখ টাকা। অর্থাৎ রোববার ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ৭৪ কোটি টাকা।


এছাড়া ডিএসইতে লেনদেনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমে উঠেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৬ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে উঠেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ৪৬ কোটি ২৪ লাখ টাকা। তৃতীয় অবস্থানে উঠেছে নাভানা ফার্মাসিউটিকেলস লিমিটেড। কোম্পানিটির লেনদেন হয়েছে ৩৮ কোটি ৫২ লাখ টাকা। এরপর লেনদেনের শীর্ষ তালিকায় যথাক্রমে রয়েছে-গোল্ডেন সন, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং অ্যান্ড কোম্পানি লিমিটেড, ই-জেনারেশন, মালেক স্পিনিং মিলস, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেড, লাভেলো আইসক্রিম ও কেহিনুর কেমিক্যাল।


ডিএসইর বাজারে ৩৯০টি কোম্পানি ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১৯৬টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টি কোম্পানির শেয়ার দর।


অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রোববার লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই ৯৭.৭৬ পয়েন্ট বেড়ে ১৬৩২৯.৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে এদিন ২৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিট ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০০টির কোম্পানির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর।


সিএসইতে আজ ১৬ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন (বৃহস্পতিবার) লেনদেন হয়েছিল ৫৭ কোটি ৯১ লাখ টাকা। এক্সচেঞ্জটিতে লেনদেন কমেছে প্রায় ৪১ কোটি ৫২ লাখ টাকা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com