
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ৩৪ পয়েন্ট বেড়েছে। সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (৬ মার্চ) মূল্য সূচকের উত্থানেও লেনদেন কমেছে। এদিন ডিএসইর দরবৃদ্ধিতে অধিকাংশ কোম্পানরি শেয়ারদর। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সাথে বেড়েছে লেনদেন।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে ৭৩০ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১০৪ কোটি ৩৩ লাখ ১২ হাজার টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৮৪৩ কোটি ৭২ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল
আজ ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ছিল- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯.৯০ শতাংশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর৬.৬০ শতাংশ, শাশা ডেনিমসের ৬.৫৫ শতাংশ, গোল্ডেন সনের ৬.৩৯শতাংশ, সাইহাম কটনের ৫.০৩ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৪.৯০ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৪.৮৯ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৪.৬৪ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪.৫১ শতাংশ এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ৪.৩৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৪.৯৯ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৬৬.১৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৬৫ পয়েন্ট ০.১৯ শতাংশ বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৩.০১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.৬৩ পয়েন্ট ০.৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০৬.৩৪ পয়েন্টে।
বুধবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭৬টির, কমেছে ১৫৫টির ও অপরিবর্তিত রয়েছে ৬৫টির।
অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩০.০৭ পয়েন্ট বা ০.২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৮৯.২৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৯.৮৪ পয়েন্ট বা ০.২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৪৫.৩২ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৩১ পয়েন্ট বা ০.০২ শতাংশ কমে ১ হাজার ১৩৩.৮৯ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১০৬.৯৯ পয়েন্ট বা ০.৮২ শতাংশ বেড়ে ১৩ হাজার ১৩০.৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ সিএসইতে ২৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১০৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩০টির।
দিন শেষে সিএসইতে ২২ কোটি ৭২ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৭৪ লাখ ১১ হাজার টাকার শেয়ার।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]