সূচকের পতনে কমেছে লেনদেন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৩
সূচকের পতনে কমেছে লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৮ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে সূচকের সাথে লেনদেন কমেছে কিছুটা। এদিন ডিএসইর দরপতনে অধিকাংশ কোম্পানরি শেয়ারদর। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানেও কমেছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


বুধবার ডিএসইতে ৮৮৮ কোটি ৭৭ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৯ কোটি ৪৩ লাখ ৩২ হাজার টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৮৯৮ কোটি ২০ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪.০৯ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৮.৬২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৯৮ পয়েন্ট ০.১৪ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৫.৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.৩৭ পয়েন্ট ০.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩২.৬২ পয়েন্টে।


বুধবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ১৭৭টির ও অপরিবর্তিত রয়েছে ৭৪টির।


অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬.৩৮ পয়েন্ট বা ০.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৫৪.০৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৮.১০ পয়েন্ট বা ০.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৪৫.৯২ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.১২ পয়েন্ট বা ০.১৮ শতাংশ কমে ১ হাজার ১৪৯.৮৭ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ২৯.৯৭ পয়েন্ট বা ০.২২ শতাংশ কমে ১৩ হাজার ৩৬৫.৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।


আজ সিএসইতে ২৭১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১২২টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির।


দিন শেষে সিএসইতে ১৪ কোটি ৪৯ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ২০ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com