পুঁজিবাজারে সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০১
পুঁজিবাজারে সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে সূচকের সাথে লেনদেন ৯৩ কোটি টাকার বেশি বেড়েছে। এদিন ডিএসইর দরবৃদ্ধিতে অধিকাংশ কোম্পানরি শেয়ারদর। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে বেড়েছে লেনদেন।


ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


মঙ্গলবার ডিএসইতে ৮৯৮ কোটি ২০ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৯৩ কোটি ২১ লাখ ৭২ হাজার টাকা বেশি লেনদেন হয়েছে। গত রোববার ডিএসইতে ৮০৪ কোটি ৯৮ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৩.০৯ পয়েন্ট বা ০.২০ শতাংশ বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭২.৭২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.০৯ পয়েন্ট ০.২২ শতাংশ বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫.৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৭২ পয়েন্ট ০.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৭.৯৯ পয়েন্টে।


আজ ডিএসইর দরপতনের শীর্ষে রয়েছে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯২ শতাংশ,আফতাব অটোমোবাইলসের ৯.৮২ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৯.৭৫ শতাংশ, মুন্নু ফেব্রিকসের ৯.৬৬ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৭৩ শতাংশ, নাভানা সিএনজির ৮.৪১ শতাংশ, ফাইন ফুডসে ৮.১০ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৭.৯১ শতাংশ এবং ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭.৭২ শতাংশ শেয়ারদর বেড়েছ।


মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ১৫২টির ও অপরিবর্তিত রয়েছে ৬০টির।


অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫.৯৫ পয়েন্ট বা ০.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৪৭.৬৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৫.৬৯ পয়েন্ট বা ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৩৭.৮১ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.৬৮ পয়েন্ট বা ০.২৩ শতাংশ কমে ১ হাজার ১৫২ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ২৬.৭৩ পয়েন্ট বা ০.২০ শতাংশ কমে ১৩ হাজার ৩৯৫.৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।


আজ সিএসইতে ২৫৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১২৮টির ও অপরিবর্তিত রয়েছে ২০টির।


দিন শেষে সিএসইতে ২০ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ২১ লাখ ১৩ হাজার টাকার শেয়ার।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com