সূচকের পতনে কমেছে লেনদেন
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪২
সূচকের পতনে কমেছে লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৯ ফেব্রুয়ারি) ডিএসইতে সূচকের সাথে টাকার অংকে লেনদেন কমেছে একশ কোটি টাকার বেশি। এদিন ডিএসইর দর পতনে আড়াইশ কোম্পানরি শেয়ারদর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন কমেছে প্রায় ১০ কোটি টাকা।


ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সোমবার ডিএসইতে ৮১৮ কোটি ৫৮ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১০৬ কোটি ১৫ লাখ ১১ হাজার টাকা কম লেনদেন হয়েছে। গতবার ডিএসইতে ৯২৪ কোটি ৭৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৪.২৫ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৮.৯৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচকস ৭.৫০ পয়েন্ট ০.৫৪ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১.৩২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.৯৯ পয়েন্ট ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩১.২৮ পয়েন্টে।


আজ ডিএসইর দরপতনের শীর্ষে রয়েছে- সাফকো স্পিনিংয়ের ৯.৮২ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৯.৭৯ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৮.৬৯ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৭.০৫ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৬.৪৮ শতাংশ, ইনটেকের ৬.০৭ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৫.৬৯শতাংশ, মিথুন নিটিংয়ের ৫.৬৪ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৫.১২ শতাংশ এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৫ শতাংশ শেয়ারদর কমেছে।


সোমবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ২৪৫টির ও অপরিবর্তিত রয়েছে ৫২টির।


অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫৬.৬৭ পয়েন্ট বা ০.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭৩.৮৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৯৫.৯৬ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৮৯.৮৫ পয়েন্টে, শরিয়াহ সূচক ৮.৯২ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ কমে ১ হাজার ১৫২.৬২ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৪০.২৩ পয়েন্ট বা ০.৩০ শতাংশ কমে ১৩ হাজার ৩৬০.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।


আজ সিএসইতে ২৪৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১৬১টির ও অপরিবর্তিত রয়েছে ২১টির।


দিন শেষে সিএসইতে ১৯ কোটি ৩৩ লাখ ৭১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৯ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com