
টানা দরপতনের পর সূচকের উত্থানের মধ্যদিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৫ নভেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেনও। তবে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম অপরিবতির্ত।
আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, আজ ডিএসইর ব্লক মার্কেটে ইসলামী ব্যাংকের ২৫৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা ডিএসইর সার্বিক লেনদেনে প্রভাব বিস্তার করেছে।
বুধবার ডিএসইতে ৬৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩০৪ কোটি ৫১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩৪০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২০ পয়েন্টে।
আজ ডিএসইতে ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫২টির।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৪৬ পয়েন্টে।
সিএসইতে ১৩৫ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৬ টির দর বেড়েছে, কমেছে ৩৬ টির এবং ৫৩ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]