বন্ড ছাড়বে লংকাবাংলা ফাইন্যান্স
প্রকাশ : ১৬ মে ২০২৩, ১৪:০৩
বন্ড ছাড়বে লংকাবাংলা ফাইন্যান্স
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শেয়ারবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ৪র্থ জিরো-কুপন বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বন্ড ছেড়ে কোম্পানিটি ২০০ কোটি টাকা সংগ্রহ করবে।


১৬ মে, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


এর আগে সোমবার (১৫ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে বন্ড ছাড়া সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই বৈঠকে ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত কোম্পানির প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।


তথ্য মতে, লংকাবাংলা ফাইন্যান্স বন্ড ছেড়ে তারল্য প্রবাহ বাড়িয়ে চলমান অর্থায়ন চাহিদা পূরণের সিদ্ধান্ত নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ছাড়ার এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।


প্রসঙ্গত, ২০০৬ সালের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় লংকাবাংলা ফাইন্যান্স। বর্তমানে ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৫৩৮ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার টাকা। সে হিসাবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৫৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ৬২৩টি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বশেষ হিসাব অনুযায়ী কোম্পানির উদ্যোক্তা পরিচালকের হাতে ৩৩.৫৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২২.৫৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.৬৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৩.২৩ শতাংশ শেয়ার রয়েছে। সোমবার (১৫ মে) কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২৬ টাকায়।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com