
শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর ঘোষিত বোনাস লভ্যাংশ প্রদানের জন্য রেকর্ড ডেট বা তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৮ এপ্রিল ব্যাংকটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
১৬ মে, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর ঘোষিত ৫ শতাংশ বোনাস লভ্যাংশের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করেছে। কিন্তু কমিশন এখনও অনুমোদন করেনি।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]