
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। সোমবার ডিএসইতে টাকার অংকেও লেনদেন বেড়েছে সামান্য।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।
১৩ মার্চ, সোমবার ডিএসই-সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে ৪৫১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৮ কোটি ১৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৪৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
শেয়ারবাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৩ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০১টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসইতে ৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দর বেড়েছে যেসব কোম্পানির: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৫ টি কোম্পানির দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। গেল কর্মদিবসে রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্লোজিং দর ছিল ১০১ টাকা ২০ পয়সা। এদিন লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১১১ টাকা ১০ পয়সা পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৯০ পয়সা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: সিটি জেনারেল ইন্সুরেন্সের ৯.৭৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯.৫৮, পপুলার লাইফ ইন্সুরেন্সের ৫.৮৭, বিডিকম অনলাইনের ৫.৭০, ন্যাশনাল ফিড মিলের ৫.৩০, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৫.১৩, সোনালী লাইফ ইন্সুরেন্সের ৪.৩৮, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৪.২৪ এবং পদ্মা ইসলামি লাইফ ইন্সুরেন্স লিমটেডের ৪.০৭ শতাংশ দর বেড়েছে।
দর কমেছে যেসব কোম্পানির: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০টি কোম্পানির দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইউনিভার কনজুমার কেয়ার লিমিটেডের। গেল কর্মদিবসে ইউনিভার কনজুমার কেয়ার লিমিটেডের ক্লোজিং দর ছিল ৩ হাজার ৪২৩ টাকা ৭০ পয়সা। এদিন লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৩ হাজার ২৫২ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ১৭১ টাকা ১০ পয়সা বা ৪.৯৯ শতাংশ কমেছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: মনোস্পুল পেপারের ৩.১০ শতাংশ, এ্যাপেক্স ফুডসের ২.৬৪, জুট স্পিনার্সের ২.১৩, আনলিমায়ার্ন ডেয়িংয়ের ২.০৯, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের ১.৭৯, ইয়াকিন পলিমারের ১.৭৯, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্সের ১.৭৯, ইস্টার্ন হাউজিংয়ের ১.৬১ এবং এডিএন টেলিকমের ১.৫৮ শতাংশ দর কমেছে।
লেনদেনে এগিয়ে যেসব কোম্পানির: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্সুরেন্স। আজ কোম্পানিটির ২৭ কোটি ৭৪ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিডিকম অনলাইন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৭৭ লাখ ১৩ হাজার টাকার। ২১ কোটি ৩২ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে জেনেক্স ইনফোসিস লিমিটেড লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: এডিএন টেলিকম, সি পার্ল হোটেল, মেঘনা লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, আমরা নেটওয়ার্কস, বাংলাদশ শিপিং করপোরেশন এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।
বিবার্তা/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]