সূচকের সামান্য উত্থান হলেও লেনদনে ভাটা
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৪
সূচকের সামান্য উত্থান হলেও লেনদনে ভাটা
প্রিন্ট অ-অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তৃতীয় কর্মদিবসে মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার ডিএসই-সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


আজকের শেয়ারবাজার পর্যালোচানা:


আজ ডিএসইতে ৫৫৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কর্মদিবস থেকে ২৭ কোটি ৬১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। এর আগের দিন ডিএসইতে ৫৮০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


শেয়ারবাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৩৪ পয়েন্টে।


এদিন ডিএসইতে ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮টির।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিচ সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ৬ কোটি ১৫ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


দর বৃদ্ধি: নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯ টি কোম্পানির দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের। গেল কর্মদিবসে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ক্লোজিং দর ছিল ১৪৬ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১৫৪ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৯০ পয়সা বা ৫.৪০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।


অন্যান্য কোম্পানিগুলো হলো: ইস্টার্ন হাউজিংয়ের ৫.৩৩ শতাংশ, সি পার্ল হোটেলের ৪.৫২ শতাংশ, ওরিয়ন ফার্মার ৩.৬৭ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৩.০৬ শতাংশ, সামিট আলায়্যান্সের ২.৭১ শতাংশ, সোনালী আঁশের ২.২২ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ১.৭৯ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ১.৫৪ শতাংশ এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ১.৩৭ শতাংশ দর বেড়েছে।


দর পতন: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪৩ টির দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের। গেল কর্মদিবসে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ক্লোজিং দর ছিল ১৩৯ টাকা ২০ পয়সা। এদিন লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১২৫ টাকা ৩০ পয়সা । আজ কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৮০ পয়সা বা ৯.৯৮ শতাংশ কমেছে।


অন্যান্য কোম্পানিগুলো হলো: রূপালী লাইফ ইন্সুরেন্সের ২.৮১ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ২.৭৯ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ২.৬৩ শতাংশ, হাওয়েল টেক্সটাইলসের ২.৫৩ শতাংশ, ই- জেনারেশনের ২.১৯ শতাংশ, এশিয়া ইন্সুরেন্সের ২.১২ শতাংশ, বিডি থাই ফুডের ১.৭৬ শতাংশ, যমুনা অয়েলের ১.৬৩ শতাংশ এবং জেমিনি সি ফুড লিমিটেডের ১.৫৫ শতাংশ দর কমেছে।


বিবার্তা/এমএ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com