
দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। দীর্ঘদিন মন্দাভাব থাকলেও গতকাল সূচকের পতন হলেও লেনদেন কিছুটা বৃদ্ধি পেয়েছিল। তবে আজকের বাজারের হালহকিকত একেবারেই উল্টো ছিল। দ্বিতীয় দিনে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে শেয়ারবাজারে।
সেদিক বিবেচেনায় এক বিনিয়োগকারী বিবার্তাকে জানায়, বাজারে সূচকের উত্থান আর পতন তেমন বড় কোনো ইস্যু নয়। শেয়াবাজারের ট্রেড সম্পর্কে ধারণা থাকলে ভালো রির্টান গেইন করা সম্ভব। তাই সূচকের বৃদ্ধি আর পতন দেখে হতাশ না হয়ে ধৈর্য রেখে ট্রেড করলে বিনিয়োগকারীরা ভালো রির্টান পেতে পারে।
আজকের বাজার বিশ্লেষণ: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
৬ ফেব্রুয়ারি, সোমবার ডিএসই-সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে ৫৮০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে আগের দিন থেকে ১৭১ কোটি ৯২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। এর আগের দিন ডিএসইতে ৭৫২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
শেয়ারবাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৮ পয়েন্টে।
ডিএসইতে এদিন ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৫টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিচ সূচক সিএএসপিআই ৫২ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৭ কোটি ৩০ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দর পতন: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫৫টি কোম্পানির দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ওইমেক্স ইলেক্ট্রোড লিমিটেডের। এর আগের কর্মদিবেস ওইমেক্স ইলেক্ট্রোড লিমিটেডের ক্লোজিং দর ছিল ১৮ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১৬ টাকা ১০ পয়সা । এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ১২.০২ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৬.৮২ শতাংশ, রিলায়্যান্স ইন্সুরেন্সের ৪.৫৪ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ৩.৯২ শতাংশ, বিডি থাই ফুডের ৩.১৭ শতাংশ,হাওয়েল টেক্সটাইলসের ৩.০২ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্সের ২.৯৭ শতাংশ,পাইওনিয়ার ইন্সুরেন্সের ২.৯৪ শতাংশ, গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের ২.৭৪ শতাংশ এবং প্রগতি ইন্সুরেন্স লিমিটেডের ২.৬৪ শতাংশ দর কমেছে।
দর বৃদ্ধি: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২ টি কোম্পানির দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সোনালী আঁশের। এর আগের কর্মদিবসে সোনালী আঁশের ক্লোজিং দর ছিল ৪০৩ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৪৩১ টাকা ৩০ পয়সা। এদিন কোম্পানিটির শেয়ার দর ২৭ টাকা ৬০ পয়সা বা ৬.৮৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: সোনালী হোটেলের ৪.০১ শতাংশ, মনোস্পুল পেপারের ৩.৮০ শতাংশ, নর্দান ইসলামি ইন্সুরেন্সের ২.৯৯ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ২.৯৮ শতাংশ, বিকন ফার্মার ২.৫১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২.৫১ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২.৪১ শতাংশ, জেমিনি সি ফুডের ১.৮৬ শতাংশ এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ১.৭৫ শতাংশ দর বেড়েছে।
বিবার্তা/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]