শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেনও ইতিবাচক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৯
শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেনও ইতিবাচক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে মূল্য সূচকের উত্থানে লেনদেনও ইতিবাচক। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।


২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ডিএসই-সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


আজ ডিএসইতে ৬৮৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১০৬ কোটি ৪৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। এর আগের ডিএসইতে ৫৮০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


শেয়ারবাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৩০ পয়েন্টে।


এদিন ডিএসইতে ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৫টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিচ সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১০ কোটি ৫৬ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


দর বৃদ্ধি: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮০ টি কোম্পানির দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। এর আগের কর্মদিবসে ওরিয়ন ইনফিউশনের ক্লোজিং দর ছিল ৩৩৫ টাকা ৩০ পয়সা। এদিন লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৩৬৪ টাকা ৬০ পয়সা। কোম্পানিটির শেয়ার দর ২৯ টাকা ৩০ পয়সা বা ৮.৭৩ শতাংশ বেড়েছে।


অন্যান্য কোম্পানিগুলো হলো: বীচ হ্যাচারির ৭.৯২ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৭.১২ শতাংশ, বিডি থাই ফুডের ৫.৮৬ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৪.৯৬ শতাংশ, কহিনুর কেমিক্যালসের ৪.৭৯ শতাংশ, সামিট আল্যায়েন্সের ৪.৬০ শতাংশ, অলিম্পিক ইন্ড্রাস্টিজের ৪.৫৭ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৪.৪৬ শতাংশ এবং প্রগতি ইন্সুরেন্স লিমিটেডের ৪.৩৬ শতাংশ দর বেড়েছে।


দর পতন: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৫টি কোম্পানি দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের। এর আগের কর্মদিবসে প্রগতি লাইফ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ১৫৮ টাকা। এদিন লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১৪৯ টাকা ৬০ পয়সা। কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৪০ পয়সা বা ৫.৩১ শতাংশ কমেছে।


অন্যান্য কোম্পানিগুলো হলো: ই- জেনারেশনের ২.৮০ শতাংশ, এডিএন টেলিকমের ২.৪৮ শতাংশ, আমরা টেকনোলজিসের ২.১৫ শতাংশ, আমারা নেটওয়ার্কসের ১.৫৫ শতাংশ, আইটি কনসালটান্টসের ১.৪৮ শতাংশ, ইসলামি কমার্শিয়াল ইন্সুরেন্সের ১ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ১ শতাংশ, জিল বাংলা সুগার মিলসের ০.৯৯ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের ০.৯৯ শতাংশ দর কমেছে।


বিবার্তা/এমএ



সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com