সূচকের উত্থানে বাড়ল লেনদেন
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৮
সূচকের উত্থানে বাড়ল লেনদেন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন।


১ ফেব্রুয়ারি, বুধবার ডিএসই-সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। এদিন ডিএসইতে ৫৮০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৭ কোটি ৫৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৭৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


শেয়ারবাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৩ পয়েন্টে।


এদিন ডিএসইতে ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিচ সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ৮ কোটি ৪৪ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


দর পতন: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩০টি কোম্পানির দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের। এর আগের কর্মদিবসে মঙ্গলবার প্রগতি লাইফ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ১৬২ টাকা ৪০ পয়সা। এদিন লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১৫৮ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৪০ পয়সা বা ২.৭০ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।


অন্যান্য কোম্পানিগুলো হলো: সন্ধানী লাইফ ইন্সুরেন্সের ২.৬৮ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ২.৫০ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্সের ২.২৮ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ২.১১ শতাংশ, বাটা সুয়ের ১.৯৯ শতাংশ, ফরেস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্সের ১.৯৪ শতাংশ, পিওনির ইন্সুরেন্সের ১.৬৬ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ১.৪৭ শতাংশ এবং ইনট্রাকো রিফিউলিং স্টেশন লিমিটেডের ১.৩৪ শতাংশ দর কমেছে।


দর বৃদ্ধি: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১ টি কোম্পানির দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের। এর আগের কর্মদিবসে জেনেক্স ইনফোসিসের ক্লোজিং দর ছিল ১০০ টাকা ৯০ পয়সা। এদিন লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১১০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ১০ পয়সা বা ৯.০১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।


অন্যান্য কোম্পানিগুলো হলো: জেএমআই হসপিটালের ৭.৫৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৭.১৭ শতাংশ, আইটি কনসালটান্টসের ৫.৪৮ শতাংশ, আমরা নেটওয়ার্কসের ৫.২০ শতাংশ, আমরা টেকনোলজিসের ৫.০৯ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪.৭৮ শতাংশ, এডিএন টেলিকমের ৪.৭৮ শতাংশ, মুন্নু সিরামিকসের ৪.৫৩ শতাংশ এবংজেমিনি সি ফুড লিমিটেডের ৪.২৫ শতাংশ দর বেড়েছে।


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com