
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও ছিল একই চিত্র।
৩০ জানুয়ারি, ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে ৫০৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে ডিএসইতে ৪৮৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। তবে ডিএসইতে লেনদেন বেড়েছে আগের দিন থেকে ২০ কোটি ৩০ লাখ টাকা বা ৪.১৪ শতাংশ।
ডিএসেএক্স বা ডিএসই প্রধান মূল্য সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৮ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২২৫ পয়েন্টে। এদিন ডিএসইতে ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭০টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিচ সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১২ কোটি ৮৮ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষে যেসব কোম্পানি:
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৩২টির দর বেড়েছে, ১৪০টির দর কমেছে, ১৭৩টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আমরা টেকেনোলজিস লিমিটেডের।
আগের কর্মদিবসে আমরা টেকেনোলজিস লিমিটেডের ক্লোজিং দর ছিল ৩৯ টাকা ৪০ পয়সা। এদিন লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৩৬ টাকা ১০ পয়সা। সোমবার কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৮.৩৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: জেএমআই হসপিটালের ৭.৬৭ শতাংশ, পাইওনির ইন্সুরেন্সের ৫.১৭ শতাংশ, বিডি থাই ফুডের ৪.৪৭ শতাংশ, এশিয়া ইন্সুরেন্সের ৪.২৮ শতাংশ, এডিএন টেলিকমের ৩.৯৯ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ৩.৮৯ শতাংশ, ইউনিক হোটেলের ৩.৪১ শতাংশ, প্রগতি ইন্সুরেন্সের ৩.১৫ শতাংশ এবং নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২.৭৪ শতাংশ দর কমেছে।
বিবার্তা/মাজহারুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]