
শিগগিরই সুস্থ, সুন্দর, সাসটেইনেবল ও ট্রান্সপারেন্ট পুঁজিবাজার দেখতে পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেন, আমরা ১১শ প্রতিষ্ঠান দেখাশুনা করি। প্রতিদিনই কাউকে না কাউকে ডেকে নিয়ে আসি, কথা বলি, সাবধান করি, না মানলে জরিমানা করি। এক্ষেত্রে সুপারভিশনও খুবই দ্রুততার সাথে হচ্ছে।
২১ জানুয়ারি, শনিবার সিলেটে এক বিনিয়োগ শিক্ষা কনফারেন্সে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় গুজবে কান না দেয়ার আহ্বান জানান বিএসইসি চেয়ারম্যান।
অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, পুঁজিবাজারে জ্ঞানবুদ্ধি থাকা সত্ত্বেও ১০ থেকে ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এখানে আপনার সম্পূর্ণ টাকা চলে যাবে না। কিন্তু অন্য সেক্টরে এ ভয়টি আছে। সুতরাং, শিক্ষা, জ্ঞান, বুদ্ধি ব্যবহার করে আপনারা এখানে লাভবান হতে পারেন। এখানে বিনিয়োগ করে হাইয়েস্ট রিটার্ন পাওয়ার অনেক সুযোগ তৈরি হয়েছে।
বিবার্তা/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]