সূচকের সামান্য উত্থান হলেও লেনদেনে ভাটা
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ১৬:১১
সূচকের সামান্য উত্থান হলেও লেনদেনে ভাটা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে মূল্য সূচকের সামান্য উত্থানে ভাটা পড়েছে লেনদেনে। এদিন ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে আজ টাকার অংকে লেনদেনের পরিমাণ সামান্য কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


আজ ডিএসইতে ৫০৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল কর্মদিবস থেকে দিন থেকে ২৪ কোটি ৮৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৫৩২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


শেয়ারবাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৯ পয়েন্টে।


আজ ডিএসইতে ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ৫২টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই দশমিক ৯১ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি:


শেয়ার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আজ কোম্পানিটির ৩৯ কোটি ৮৮ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৫ লাখ ৩৮ হাজার টাকার। শেয়ার হাতবদলে তৃতীয় অবস্থান জেএমআই হসপিটাল। কোম্পানিটির ২৮ কোটি ৫ লাখ ৬৮ হাজার টাকা লেনদেন হয়েছে। অন্যান্য কোম্পানিগুলো হলো: জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো সিএনজি, ইস্টার্ন হাউজিং, সী-পার্ল হোটেল এবং মেঘনা লাইফ ইন্সুরেন্স।


দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি:


এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে জেএমআই হসপিটালের। আগের কর্মদিবস জেএমআই হসপিটালের ক্লোজিং দর ছিল ৮৫ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৯৩ টাকা ১০ পয়সা। এদিন কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ২০ পয়সা বা ৯.৬৩ শতাংশ বেড়েছে। এতে করে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।


অন্যান্য কোম্পানিগুলো হলো: সানলাইফ ইন্সুরেন্সের ৬.৫৯ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৫.৯০ শতাংশ, বেঙ্গল উইন্ডসোর ৫.৮২ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৫.৫৩ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্সের ৫.১৯ শতাংশ, বসুন্ধরা পেপারের ৫ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৪.৭৬ শতাংশ, নাভানা ফার্মার ৪.৩৮ শতাংশ এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৪.৩৮ শতাংশ দর বেড়েছে।


দর পতনের শীর্ষে যেসব কোম্পানি:


এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ওরিয়ন ইনফিউশনের। আগের কর্মদিবস বুধবার ওরিয়ন ইনফিউশনের ক্লোজিং দর ছিল ৪০৬ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৩৭২ টাকা ২০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩৪ টাকা ৭০ পয়সা বা ৮.৫২ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।


অন্যান্য কোম্পানিগুলো হলো: বিডি থাই ফুডের ৬.১২ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.৮১ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ২.৯১ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ২.৪৬ শতাংশ, জিমিনি সী ফুডের ২.১১ শতাংশ, আমরা টেকনোলজির ১.৭৪ শতাংশ, মুন্নু সিরামিকের ১.৩৭ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ১.৩০ শতাংশ এবং লুব-রেফের ১.০৮ শতাংশ দর কমেছে।


বিবার্তা/এমএ



সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com