শিরোনাম
শেয়ারবাজারে সূচক ও লেনদেনে শুভ ইঙ্গিত
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ১৯:১১
শেয়ারবাজারে সূচক ও লেনদেনে শুভ ইঙ্গিত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের প্রধান শেয়ারবাজারে নতুন বছরের শুরুতে টানা তিন কর্মদিবসে পতন হলেও চতুর্থ কর্মদিবসে সূচকের উত্থানের পাশাপাশি লেনদেনেও গতি ফিরেছে। যা মন্দা বাজারের তু্লোনায় বড় ধরনের উত্থান এটি। তাই শেয়ারবাজারের এমন পরিস্থিতি শুভ ইঙ্গিত বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।


৪ জানুয়ারী, বুধবার ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


জানা গেছে, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত ইল ইসলাম বলেছেন, ২০২৩ সালের প্রথম শুরুর দিকেই বাজার ঘুড়ে দাঁড়াবে।


নতুন বছরের প্রথম মাস জানুয়ারীতে বাজারে গতি না ফিরলেও প্রথম আর্থিক প্রতিবেদনে শেয়ারবাজার ভালো হবে বলে আশা প্রকাশ করেছেন বিএসইসির চেয়ারম্যান। যেমন কথা তেমন কাজের মিলও পাওয়া গেছে বিএসইসির চেয়ারম্যানের দেয়া বক্তব্যে। তারমানে শেয়ারবাজার পতনের আবহ থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে।


চলুন দেখে নেয়া যাক আজকের শেয়ারবাজার পর্যালোচনা:


এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২০২.৬২ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩.৬০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৪.৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৫.৮৩ পয়েন্টে এবং দুই হাজার ১৯৬.৮৫ পয়েন্টে।


ডিএসইতে ২৯১ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কর্মদিবস থেকে ৯২ কোটি ২১ লাখ টাকা বেশি। আগের কর্মদিবস লেনদেন হয়েছিল ১৯৮ কোটি ৯০ লাখ টাকার।


ডিএসইতে আজ ৩৫৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৭টির, শেয়ার দর কমেছে ৯০টির এবং ১৮৮টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।


অন্যদিকে শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৪.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১৫.৪১ পয়েন্টে। সিএসইতে আজ ১৮৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মধ্যে ৪৮টির দর বেড়েছে, কমেছে ৩৮টির আর ৯৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


বিবার্তা/মাজহারুল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com